Top 350 ভূগোল জিকে প্রশ্ন

21.ভারতে শক্তির প্রধান উৎস কোনটি?
ক. কয়লা
খ. খনিজ তেল
গ. গ্যাস
গ. ইউরেনিয়াম

Ans-ক. কয়লা  

22. যদি এখন ভারতে দুপুর ১২ টা বাজে তবে লন্ডনে গ্রিনিচ টাইম কত হবে?
ক. রাত্রি ১২ টা
খ. বিকাল ৫.৩০ টা
গ. সকাল ৬.৩০ টা
ঘ. এদের কোনটিই নয়
Ans-গ. সকাল ৬.৩০ টা 

23. সবচেয়ে বেশি তটরেখা (coast line) রয়েছে কোন দেশটিতে?
ক. জাপান
খ. কেনাডা
গ. অস্ট্রেলিয়া
ঘ. চীন
Ans-গ. অস্ট্রেলিয়া  

24. নদী এবং সমুদ্র উপতক্যায় কোন ধরণের মৃত্তিকা বেশি দেখা যায়?
ক. পাললিক মৃত্তিকা
খ. কৃষ্ণ মৃত্তিকা
গ. লাল মাটি
ঘ. ল্যাটেরাইট মৃত্তিকা
Ans-ক. পাললিক মৃত্তিকা  

25. ভারতের কোন দুটি রাজ্য থেকে সর্বাধিক লৌহ আকরিক উত্তোলন করা হয়?
ক. বিহার ও ওড়িষ্যা
খ. মধ্যপ্রদেশ ও উড়িষ্যা
গ. বিহার ও পশ্চিম বঙ্গ
ঘ. নাইট্রোজেন
Ans-ক. বিহার ও ওড়িষ্যা  

26.ভারতের কটি রাজ্যের নেপালের সাথে সীমান্ত রয়েছে?
ক. ৩ টি
খ. ৪ টি
গ. ৫ টি
গ. ৮ টি

Ans-গ. ৫ টি  

27. নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে?
ক. ১০ ডিগ্রী চ্যানেল
খ. ১১ ডিগ্রী চ্যানেল
গ. আন্দামান সাগর
ঘ. বঙ্গোপসাগর
Ans-ক. ১০ ডিগ্রী চ্যানেল

28. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
ক. নেপাল
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. শ্রীলংকা
Ans-খ. ভুটান  

29. ভারতে মোট কত কিলোমিটার সমুদ্র তট রয়েছে?
ক. ৫৫০০ কিলোমিটার
খ. ৬০০০ কিলোমিটার
গ. ৬৫০০ কিলোমিটার
ঘ. ৭০০০ কিলোমিটার
Ans-ঘ. ৭০০০ কিলোমিটার  

30. কর্কটক্রান্তিরেখা নিচের কোন রাজ্যটির উপর দিয়ে গিয়েছে?
ক. জম্মু ও কাশ্মীর
খ. বিহার
গ. হিমাচল প্রদেশ
ঘ. ঝাড়খন্ড
Ans-ঘ. ঝাড়খন্ড  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.