Top 350 ভূগোল জিকে প্রশ্ন
131.ভারতের প্রথম পাট-কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
A. অন্ধ্রপ্রেদেশের গুন্টুরে
B.ত্রিপুরায় অরুন্ধুতীতে
C. পশ্চিমবঙ্গের রিষড়ায়
D. অসমের শিলঘাট
132. ভারতের প্রথম সুতা কল স্থাপিত হয় ?
A. আমদাবাদ
B. বিজয়যারা
C.ঘুসিটিএ
D.কোয়েম্বাটুর
133.বোকারো কারখানাতে যে নদীর জল ব্যবহত হয় ?
A. সুর্বণরেখা
B. অজয়
C. ভদ্রাবতী
D. দামদর
134. সালেম ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ?
A. তামিলনাড়ু
B. অন্ধ্রেপদেশ
C. কর্ণাটক
D. ওড়িশা
135.কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় ?
A.কার্পাশ্বয়ন
B. ইঞ্জিনিয়ারিং
C. লোহা ও ইস্পাত
D. পাট
রেলের বিগত বছরের 200 টি প্রশ্ন
136.কত সালে ভারতের চিনি শিল্পের সূচনা হয় ?
A.১৯০০
B. ১৯০৩
C.১৯০৭
D.১৯০৬
137. ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে ওঠে ?
A.মুম্বাইয়ে
B. কলকাতাই
C.ব্যাঙ্গালুরুতে
D.চেন্নাইতে
138. দুর্গাপুর ইস্পাত কারখানা যে নদীর তীরে অবস্থিত ?
A.মহানদী
B. রূপনারায়ণ
C. গোদাবরী
D. দামদর
139. বর্তমানে ভারতের কটি রাষ্ট্রত্ব ক্ষেত্রে রাসায়নিক সার উৎপাদন হয় ?
A.৫ টি
B. ৭টি
C.৯টি
D.৬ টি
140. বিশিখাপত্তনম ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হয় ?
A. ১৯৫৬ সালে
B. ১৯৬৪ সালে
C. ১৯৯২ সালে
D. কোনোটিই নয়