Top 350 ভূগোল জিকে প্রশ্ন

321.নীচের কোন অঞ্চলটি পাটকই পর্বতের অন্তর্গত?
(A) হিমাদ্রি
(B) পূর্বাচল
(C) অরুনাচল
(D) হিমাচল

Ans- (C) অরুনাচল পাটকই পর্বতের অন্তর্গত।

322. কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম –
(A) গঙ্গা
(C) সিন্ধু
(C) ব্রম্মপুত্র
(D) তিস্তা
Ans- (A) গঙ্গা ( এই গঙ্গা নদীর দৈর্ঘ্য 2025 কিমি)

323.মেঘালয়ের গারো পাহাড় একধরণের –
(A) ক্ষয়জাত পর্বত
(B) ভঙ্গিল পর্বত
(C) সঞ্চয়জাত পর্বত
(D) স্তূপ পূর্বত
Ans- (A) ক্ষয়জাত পর্বত

324. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?
(A) টেথিস
(B) চোমোনাংশ
(C) সাগরমাথা
(D) আকাশসখা
Ans- (C) সাগরমাথা ( মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এটি নেপালে অবস্থিত। এর উচ্চতা 8848 মিটার)।

325. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ–
(A) সান্দকুফ
(B) নামচাবারওয়া
(C) নাঙ্গা পর্বত
(D) কারাকোরাম
Ans- (B) নামচাবারওয়া

326. কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত–
(A) জ্যাসকর ও লাদাখ
(B) কারাকোরাম ও লাদাখ
(C) লাদাখ ও লেহ
(D) পিরপাঞ্জাল ও জাসকর
Ans- (D) পিরপাঞ্জাল ও জাসকর

327. পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথ হল–
(A) জোজিলা
(B) নাথুলা
(C) ইউলিলা
(D) সিঞ্চন
Ans- (B) নাথুলা

328. কাঁথিয়াবার উপসাগর নিন্মলিখিত কোনটির প্রাকৃতিক অংশ?
(A) পশ্চিম উপকূল ভূমি
(B) দাক্ষিণাত্যের মালভূমি
(C) উপকূল ভূমি
(D) কচ্ছ উপসাগর
Ans- (A) পশ্চিম উপকূল ভূমি

329. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(A) কোলহাই
(B) জেমু
(C) সিয়াচেন
(D) পিংলা
Ans- (C) সিয়াচেন ( এর দৈর্ঘ্য 76 কিমি। এটি কারাকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত)।

330. বারাণসী কোথায় অবস্থিত?
(A) নিন্ম গঙ্গা সমতলভূমি
(B) মধ্য গঙ্গা সমতলভূমি
(C) উচ্চ গঙ্গা সমতলভূমি
(D) গঙ্গা শতদ্রু দো-আব
Ans- (B) মধ্য গঙ্গা সমতলভূমি( উত্তরপ্রদেশর বারাণসী গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.