Top 350 ভূগোল জিকে প্রশ্ন
321.নীচের কোন অঞ্চলটি পাটকই পর্বতের অন্তর্গত?
(A) হিমাদ্রি
(B) পূর্বাচল
(C) অরুনাচল
(D) হিমাচল
322. কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম –
(A) গঙ্গা
(C) সিন্ধু
(C) ব্রম্মপুত্র
(D) তিস্তা
323.মেঘালয়ের গারো পাহাড় একধরণের –
(A) ক্ষয়জাত পর্বত
(B) ভঙ্গিল পর্বত
(C) সঞ্চয়জাত পর্বত
(D) স্তূপ পূর্বত
324. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?
(A) টেথিস
(B) চোমোনাংশ
(C) সাগরমাথা
(D) আকাশসখা
325. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ–
(A) সান্দকুফ
(B) নামচাবারওয়া
(C) নাঙ্গা পর্বত
(D) কারাকোরাম
326. কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত–
(A) জ্যাসকর ও লাদাখ
(B) কারাকোরাম ও লাদাখ
(C) লাদাখ ও লেহ
(D) পিরপাঞ্জাল ও জাসকর
327. পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথ হল–
(A) জোজিলা
(B) নাথুলা
(C) ইউলিলা
(D) সিঞ্চন
328. কাঁথিয়াবার উপসাগর নিন্মলিখিত কোনটির প্রাকৃতিক অংশ?
(A) পশ্চিম উপকূল ভূমি
(B) দাক্ষিণাত্যের মালভূমি
(C) উপকূল ভূমি
(D) কচ্ছ উপসাগর
329. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(A) কোলহাই
(B) জেমু
(C) সিয়াচেন
(D) পিংলা
330. বারাণসী কোথায় অবস্থিত?
(A) নিন্ম গঙ্গা সমতলভূমি
(B) মধ্য গঙ্গা সমতলভূমি
(C) উচ্চ গঙ্গা সমতলভূমি
(D) গঙ্গা শতদ্রু দো-আব