Top 350 ভূগোল জিকে প্রশ্ন

ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর

91.তামিলনাড়ুর কোন অঞ্চল কফি চাষের জন্য বিখ্যাত ?
A.সালেম
B. পেরিনয়াকানপালাম
C. তিরুচিরাপল্লী
D. কোনোটিই নয়

A.সালেম

92.রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
A. কর্ণাটক
B. অন্ধ্রপ্রদেশ
C. কেরল
D. তামিলনাড্ডু
A. কর্ণাটক

93.ভারতের কোন রাজ্য ফল চাষের জন্য প্রসিদ্ধ?
A. উত্তর প্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
C. মধ্যপ্রদেশ
D.হিমাচল প্রদেশ
D.হিমাচল প্রদেশ।

94. ভারতের প্রধান তন্তুপ্রদীয় শস্য হলো ?
A. পাট
B.তুলা
C. ইক্ষু
D. রাবার
A. পাট.

95.কোন শস্যের ক্ষেত্রে ভারতবর্ষ সবুজ বিপ্লব সর্বাধিক সাফল্য পেয়েছে ?
A. গম
B.ধান
C. পাট
D. কার্পাস
A. গম।

ইতিহাস সাধারণ জ্ঞান 

96.ভারতের মাথাপিছু কৃষিজমির পরিমান ?
A.০.৬ হেক্টর
B. ০.৪হেক্টর
C.০.৮৫হেক্টর
D.০.৮৮ হেক্টর

B. ০.৪হেক্টর।

97. ভারতের কত শতাংশ কৃষিজমি জলসেচর সুবিধা পায় ?
A. ৩৬%
B. ৪৬%
C. ৫৬%
D.৬৬%
B. ৪৬%

98. কোন নদীর উপত্যকায় কফি চাষের জন্য বিখ্যাত ?
A. গঙ্গা
B. সিন্ধু
C. ব্রহ্মপুত্র
D. গোদাবরী
C. ব্রহ্মপুত্র ।

99. নিম্নলিখিত কোন শস্য চাষের ক্ষেত্রে কৃষিজমির উর্বরতা অত্যন্ত দ্রুত হারে হ্রাসপ্রাপ্ত হয় ?
A. তুলা
B. ধান
C. পাট
D. লাল লঙ্কা
A. তুলা।

100.নবীন পলি মৃত্তিকায় কোন পদার্থের আধিক্য এই মাটির অধিক উর্বরতার কারণ?
A. বালি
B.ব্যাসল্ট শিলাচূর্ণ
C. কাদা ও জৈব পর্দাথ
D. সবকটি
C. কাদা ও জৈব পর্দাথ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.