Top 350 ভূগোল জিকে প্রশ্ন

  1. ওয়েস্ট বেঙ্গলের বার্থ ডে(Birth Day) কবে?
    (A) 1947 সালের 22 শে জুন
    (B) 1950 সালের 22 শে সেপ্টেম্বর
    (C) 1948 সালের 22 শে মে
    (D) 1949 সালের 22 শে জুলাই
    Ans- (A) 1947 সালে 22 শে জুন( 1950 সালে 26 শে জানুয়ারি পশ্চিম বাংলা আলাদা রাজ্যের স্বীকৃতি পায়)।

    212. নেপালে গণতন্ত্র প্রতিষ্টিত হয় কবে ?
    (A) 2007 28th মে
    (B) 2006 28th মে
    (C) 2008 28th মে
    (D) 1968 28th মে
    Ans- (C) 2008 28th মে নেপালে গণতন্ত্র প্রতিষ্টিত হয় ( নেপাল সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রাম হয় 22 শে সেপ্টেম্বর1768 সালে এবং নেপালে বর্তমানে নেপালি বাস করে মোট জনসংখ্যার 80.62%)।

    213. ভারতের সহযোগিতায় চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে-
    (A) বাংলাদেশে
    (B) ভুটানে
    (C) শ্রীলঙ্কায়
    (D) নেপালে
    Ans-(B) ভুটানে( 1974 সালে 23 শে মার্চ এই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে।বিদ্যুৎ উৎপন্ন হয় 336 Mw এবং খরচ হয় 2.4 বিলিয়ন।এই খরচের60% দেয় ভারত )

    214. কোন দুটি দেশের সীমান্তে ” তিনবিঘা করিডর ” অবস্থিত ?
    (A) ভারত ও বাংলাদেশ
    (B) বাংলাদেশ ও নেপাল
    (C) ভারত ও শ্রীলঙ্কা
    (D) ভারত ও পাকিস্তান
    Ans-(A) ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত

    215. কোন ভারতীয় অঙ্গরাজ্যের সঙ্গে আর্ন্তজাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক?
    (A) অরুনাচল প্রদেশ
    (B) জম্মু ও কাশ্মীর
    (C) ত্রিপুরা
    (D) সিকিম
    Ans-(B) জম্মু ও কাশ্মীর

    কিছু গুরুত্বপূর্ণ তথ্য
    * জম্মু ও কাশ্মীরকে ” ভারতের স্বর্গ রাজ্য” বলা হয়
    * তিনটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে
    * আয়তন 2,2,236 বর্গকিমি
    * রাজধানী শ্রীনগর(গ্রীষ্ম কালে) জম্মু ( শীত কালে)।
    216. বাংলাদেশের প্রধান নদীর নাম কি ?
    (A) পদ্মা
    (B) মেঘনা
    (C) ব্রম্মপুত্র
    (D) যমুনা
    Ans-(A) পদ্মা ( মেঘনা দীর্ঘতম নদী)।

    কিছু গুরুত্বপূর্ণ তথ্য
    * বাংলাদেশের নারায়ণগঞ্জ “প্রাচ্যের ডান্ডি” নামে পরিচিত।
    * রাজধানী ঢাকা।
    * মুদ্রার নাম টাকা।
    217. মায়ানমারের দীর্ঘতম নদী নীচের কোনটি?
    (A) ইরাবতী
    (B) সালুইন
    (C) সিতাং
    (D) চিন্দুইন
    Ans- (A) ইরাবতী (মায়ানমারকে ” প্যাগোডার” দেশ বলা হয়)।

    218. পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গর নাম কি ?
    (A) হিন্দুকুশ
    (B) তখত-ই-সুলেমান
    (C) তিরিচিমির
    (D) উপরের কোনোটিই নয়
    Ans- (C) তিরিচিমির (7,690 মিটার)।

    219. মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে পৃথকীকৃত হয়েছে ?
    (A) মায়ানমার
    (B) শ্রীলঙ্কা
    (C) বাংলাদেশ
    (D) ভুটান
    Ans- (B) শ্রীলঙ্কা

    কিছু গুরুত্বপূর্ণ তথ্য
    * শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা।
    * রাজধানী শ্রীজয়বর্ধনেপুরা কোট্ট (কলম্বো)।
    * মুদ্রার নাম টাকা(সেন্ট)
    * শ্রীলঙ্কা “পান্নাদ্বীপ” ও “প্রাচ্যের মুক্তা নামে পরিচিত।
    220. পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি?
    (A) সিন্ধু
    (B) ইরাবতী
    (C) চন্দ্রভাগা
    (D) কবুল
    Ans- (A) সিন্ধু

    কিছু গুরুত্বপূর্ণ তথ্য
    * পাকিস্তানকে ” খালের দেশ” বলা হয়।
    * ক্যারেজ প্রথায় পাকিস্তানে জলসেচ হয়।
    * রাজধানী ইসলামাবাদ।
    * মুদ্রার নাম পাকিস্তানি রুপিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.