Top 350 ভূগোল জিকে প্রশ্ন

251.ছোটনাগপুর মালভুমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) মানপুর
(B) গুরুশিখর
(C) পরেশনাথ
(D) নকরেক

Ans- (C) পরেশনাথ ( 1366 মিটার)।

252. হিমালয়ের কোন অঞ্চলটি ভারতে প্রধান নদনদীগুলির উৎপত্তিস্থল?
(A) শিবালিক
(B) হিমাচল
(C) টেথিস
(D) ট্রান্স- হিমালয়
Ans- (D) ট্রান্স- হিমালয়

253. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) অমরকণ্টক
(B) দোদাবেতা
(C) কালসুবাই
(D) ধুপগড়
Ans- (B) দোদাবেতা (2637 মিটার)।

254. ভারতের বিখ্যাত শৈলশহরগুলির অধিকাংশ অবস্থিত-
(A) হিমাদ্রি হিমালয়ে
(B) হিমাচলে
(C) শিবালিক হিমালয়ে
(D) টেথিস হিমালয়ে
Ans-(B) হিমাচলে

255. ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি ?
(A) ফেডচেঙ্কো
(B) হিসপার
(C) বাটুরা
(D) গঙ্গোত্রী
Ans- (A) ফেডচেঙ্কো ( ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন (76 কিমি এটি কারাকোরাম পর্বত শ্রেণির অন্তর্গত )।

256. কোন পর্বতকে ” পর্বত গ্রন্থি” – বলা হয় ?
(A) সাতপুরা পর্বত
(B) ভঙ্গিল পর্বত
(C) নীলগিরি পর্বত
(D) আনাইমালাই পর্বত
Ans- (C) নীলগিরি পর্বতকে পর্বত গ্রন্থি বলা হয় ( সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা (2637 মিটার)।

257. ” বসুধার ধবলশীর্ষ ” বলা হয় কাকে?
(A) কারাকোরাম পর্বতকে
(B) নাঙ্গা পর্বতকে
(C) স্তূপ পর্বতকে
(D) ভঙ্গিল পর্বতকে
Ans- (A) করাকোরাম পর্বতকে (কারণ কারাকোরামের কোনো কোনো অংশে বরফাবৃত থাকায় এই পর্বতকে বসুধার ধবলশীর্ষ বলা হয়)।

258.গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত –
(A) পিরপাঞ্জাল
(B) কুমায়ুন হিমালয়
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) কারাকোরাম
Ans- (B) কুমায়ুন হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত।

259. ” ভূস্বর্গ ” বা “প্রাচ্যের নন্দনকানন” নামে পরিচিত কে?
(A) টেথিস সাগর
(B) হিমালয় পর্বত
(C) কাশ্মীর উপত্যকা
(D) কুমায়ুন হিমালয়
Ans- (C) কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন নামে পরিচিত।

260. ভোরঘাট পাস কোথায় অবস্থিত?
(A) কর্ণাটকে
(B) সিকিমে
(C) মহারাষ্ট্রে
(D) করলে
Ans- (C) মহারাষ্ট্রে অবস্থিত ভোরঘাট পাস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.