Top 350 ভূগোল জিকে প্রশ্ন
231.”ডুরান্ড লাইন” কোন দুটি দেশের মাঝে সীমান্ত নির্ধারণ করে?
(A) আফগানিস্তান ও ভারত
(B) পাকিস্তান ও চীন
(C) আফগানিস্তান ও পাকিস্তান
(D) আফগানিস্তান ও ইরান
232. “র্যাডক্লিফ লাইন ” কোন দুই দেশের সীমান্তরেখা?
(A) ভারত ও পাকিস্তান
(B) পাকিস্তান ও আফগানিস্তান
(C) চীন ও ভারত
(D) চীন ও নেপাল
233. SAPTA (SAARC Preferential Trading Agreement) – কতসালে চালু হয়?
(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1995
234. মালদ্বীপের রাজধানীর নাম কি?
(A) থিম্পু
(B) কবুল
(C) কলম্বো
(D) মালে
235. ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল,ভুটান ও পশ্চিমবঙ্গের সীমান্তের সঙ্গে যুক্ত?
(A) অসম
(B) মিজোরাম
(C) ত্রিপুরা
(D) সিকিম
236. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল নীচের কোনটি ?
(A) কার্পাস
(B) পাট
(C) তামাক
(D) ইক্ষু
237. প্রতি লক্ষ জনসাধারণের জন্য সড়ক পথের দৈর্ঘ্য পৃথিবীর মধ্যে সবচেয়ে কম-
(A) চীনে
(B) ভুটানে
(C) নেপালে
(D) সিকিমে
238. ভারতে স্থল সীমান্তে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে কোন কোন প্রতিবেশী দেশের সাথে ?
(A) বাংলাদেশ
(B) চীন
(C) পাকিস্তান
(D) আফগানিস্তান
- ভারতের কোন রাজ্যকে ” The land of Gods “(দেবতাদের বাসভূমি) বলা হয় ?
(A) উত্তরাখন্ড
(B) কাশ্মীর
(C) বারাণসী (উত্তরপ্রদেশ)
(D) মথুরা
- ” Heart of India” ( ভারতের হৃদয়)- বলা হয় কোন অঙ্গরাজ্যকে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) দিল্লি
(D) মুম্বাই
মদ্যপ্রদেশ সমন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- মোট বনভূমির পরিমান সবথেকে বেশি
- রাজধানী ভোপাল
- ভাষা হিন্দি
- আয়তন 3,08,252 বর্গকিমি