Top 350 ভূগোল জিকে প্রশ্ন

181.8° চ্যানেল যে অংশগুলিকে বিভক্ত করেছে-
(A) লাক্ষাদ্বীপ ও মিনিকয়
(B) মিনিকয় ও মালদ্বীপ
(C) আন্দামান ও নিকোবর
(D) ভারত ও শ্রীলঙ্কা

Ans-(B) মিনিকয় ও মালদ্বীপ

182. 9° চ্যানেল পৃথক করেছে-
(A) লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে
(B) মিনিকয় ও মালদ্বীপকে
(C) ভারত ও শ্রীলঙ্কাকে
(D) আন্দামান ও নিকোবরকে
Ans-(A) লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে(10° চ্যানেল পৃথক করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে)

183. গ্রিনিজে দুপুর 12টা বাজলে এলাহবাদের সময় হবে –
(A) সকাল 5টা 30 মিনিট
(B) দুপুর 3টে
(C) বিকেল 5টা 30 মিনিট
(D) বিকেল 6টা
Ans-(C) বিকেল 5টা 30 মিনিট( গ্রিনিজের সময় থেকে এলাহাবাদ অর্থাৎ ভারতের সময়ের পার্থক্য 5.30 ঘন্টা এককথায় বলা জেতে পারে গ্রিনিজের সময় থেকে ভারতীয় সময় 5.30 ঘন্টা এগিয়ে)।

184. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত?
(A) ভারত মহাসাগরে
(B) বঙ্গোপসাগরে
(C) আরব সাগরে
(D) পক প্রণালীতে
Ans-(C) আরব সাগরে (লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি)।

185. ভারতের স্থলভাগের পরিসীমা কত?
(A) 15,500 কিমি
(B) 15,200 কিমি
(C) 7,516.6 কিমি
(D) 2,933 কিমি
Ans-(B) 15,200 কিমি

186. ভারত ও গ্রিনিজের মধ্যে সময়ের পার্থক্য –
(A) 5 ঘন্টা 34 মিনিট
(B) 5 ঘন্টা 20 মিনিট
(C) 5 ঘন্টা 30 মিনিট
(D) 4 ঘন্টা 30 মিনিট
Ans-(C) 5 ঘন্টা 30 মিনিট( গ্রিনিজের সময় থেকে ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে)।

187. 2011 -আদমশুমারি অনুযায়ী ভারতীয় লিঙ্গানুপাত-
(A) 1000 : 933
(B) 1000 : 1000
(C) 1000 : 940
(D) উপরের কোনোটিই নয়
Ans-(C) 1000 : 940

188. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু নীচের কোনটি?
(A) ইন্দিরাপয়েন্ট
(B) কুমারিকা অন্তরীপ
(C) ইমফল
(D) কান্দলা
Ans-(A) ইন্দিরাপয়েন্ট

189. দুটি রাজ্য ও একটি কেন্দ্রোশাসিত অঞ্চলের রাজধানী নীচের কোনটি?
(A) কলকাতা
(B) রাঁচি
(C) চন্ডীগড়
(D) শ্রীনগর
Ans-(C) চন্ডীগড়( পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী)

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* এই চন্ডীগরে তপশিলি জাতির শতাংশ 17.5%
* ভাষা পাঞ্জাবী, হিন্দি
* আয়তন 114 বর্গকিমি
190. ভাষার ভিত্তিতে রাজ্যগুলি প্রথম পুনর্গঠিত হয় কবে?
(A) 1947
(B) 1950
(C) 1942
(D) 1956
Ans-(D) 1956 ( অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য 1956 সালের 1 লা নভেম্বর)।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* অন্ধ্রপ্রদেশর প্রস্তাবিত নাম সীমান্ধ্র
* রাজধানী হায়দ্রাবাদ(2024 পর্যন্ত) অমরাবতী প্রস্তাবিত
* ভারতের ” ধানের গোলা” বলা হয়
* এশিয়ার ” ডিমের ঝুড়ি” নামে পরিচিত
* ভাষা তেলেগু, উর্দূ
আয়তন 1,60,205 বর্গকিমি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.