Top 350 ভূগোল জিকে প্রশ্ন

311.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল–
(A) কেদারনাথ
(B) গডউইন অস্টিন
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) কামেট

Ans- (C) কাঞ্চনজঙ্ঘা (ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এর উচ্চতা 8586 মিটার। আর ভারতের প্রথম ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল K2 বা গডউইন অস্টিন(8611 মিটার)। এটি কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত)।

312. পৃথিবীর মধ্যে নীচের কোন পর্বতটিতে উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুততম বলে বিজ্ঞানীদের অনুমান?
(A) নাঙ্গা পর্বত
(B) মাউন্ট এভারেস্ট
(C) আন্দিজ
(D) k2
Ans- (A) নাঙ্গা পর্বত (এর অবস্থান প্রধান হিমালয়ে। এর উচ্চতা 8126 মিটার)।

313. ভারতের পশ্চিম উপকুলকে পশ্চিম থেকে পূর্বদিকে সঠিক ক্রমানুসারে সাজাও–
(A) মালাবার
(B) কোঙ্কন
(C) উত্তর সরকার
(D) করমন্ডল
(A) 2,1,4,3
(B) 1,2,3,4
(C) 3,1,4,2
(D) 4,1,3,2
Ans-(A) 2,1,4,3 (কোঙ্কন , মালাবার , করমন্ডল , উত্তর সরকার)।

314. দাক্ষিণাত‍্য মালভূমি নিন্মলিখিত কোন কোন গিরিপথ দ্বারা কোঙ্কন সমভূমির সঙ্গে যুক্ত?
1. থলঘাট
2. ভোরঘা
3. রোটাং
4. জোজিলা
(A) 3 এবং 4 সঠিক
(B) 3 এবং 2 সঠিক
(C) 1 এবং 2 সঠিক
(D) উপরের সবগুলিই সঠিক
Ans- (C) 1 এবং 2 সঠিক

315. পালঘাট গিরিপথ সংযুক্ত করেছে –
(A) কর্ণাটক ও কেরলকে
(B) তামিলনাড়ু ও কেরলকে
(C) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুকে
(D) কর্ণাটক ও তামিলনাড়ুকে
Ans-(B) তামিলনাড়ু ও কেরলকে

316. ” টেরিস” বালিয়াড়ি দেখা যায় —
(A) কোঙ্কন উপকূলে
(B) গুজরাত উপকূলে
(C) উত্তর সরকার উপকূলে
(D) মালাবার উপকূলে
Ans- (D) মালাবার উপকূলে

317. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি হল-
(A) ব্যারেন
(B) নারকোন্ডাম
(C) ফুলিয়ার
(D) হ্যারিয়েট
Ans- (B) নারকোন্ডাম ( এটি বঙ্গোপসাগরে অবস্থিত। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরিও নামে পরিচিত)।

318. ভারতের উচ্চতম হ্রদ গ্যাংগং কোথায় অবস্থিত?
(A) লাদাখে
(B) মণিপুরে
(C) কাংড়ায়
(D) উত্তরাখণ্ডে
Ans- (A) লাদাখে অবস্থিত ( ভারতের এটি সর্বোচ্চ মালভূমি এর গড় উচ্চতা 4300 মিটারেও বেশি)

319. মেঘালয় মালভুমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) মিরিক
(B) শিলং
(C) গারো
(D) লুসাই
Ans- (C) গারো

320. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম কি ?
(A) হামাদা
(B) বাগর
(C) রোহি
(D) ধান্দ
Ans-(A) হামাদা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.