Top 350 ভূগোল জিকে প্রশ্ন

Daily Current Affairs GKMonthly Current Affairs GK
History General KnowledgeGK on Indian River System

31.গোয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. তিস্তা
খ. ব্রম্মপুত্র
গ. শোন
ঘ. হুগলি

Ans-খ. ব্রম্মপুত্র  

32. নিচের কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে?
ক. সুতলেজ
খ. ঘাগরা
গ. বেতবা
ঘ. তাপি
Ans-ক. সুতলেজ 

33. রুদ্রপ্রয়াগ শহরটি অলকানন্দা ও কোন নদীটির সংযোগ স্থলে অবস্থিত?
ক. ভাগীরথী
খ. মন্দাকিনী
গ. নান্দাকিনি
ঘ. ধৌলীগঙ্গা
Ans-খ. মন্দাকিনী

34.নিচের কোনটি পশ্চিমবাহী নদী?
ক.কৃষ্ণা
খ. কাবেরী
গ. নর্মদা
ঘ. মহানদী
Ans-গ. নর্মদা

35. নিচের কোন শহর কে মুক্তার শহর বলা হয়?
ক. কোচি
খ. কান্ডলা
গ. হায়দ্রাবাদ
ঘ. তুতিকোরিন
Ans-ঘ. তুতিকোরিন   

36.রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত?
ক. তামার জন্য
খ. বক্সাইটের জন্য
গ. সোনার জন্য
ঘ. অভ্রের জন্য

Ans-ক. তামার জন্য  

37. অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত?
ক. তামা
খ. সোনা
গ. অভ্র
ঘ. জিঙ্ক
Ans-খ. সোনা  

38. নিচের কোনটিকে তামাটে কয়লা বলা হয়?
ক. বিটুমিনাস
খ. আন্থ্রাসাইট
গ. পিট্
ঘ. লিগনাইট
Ans-ঘ. লিগনাইট

39. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?
ক. ভাকরা নাঙ্গল
খ. হীরাকুঁদ বাঁধ
গ. কোশি বাঁধ
ঘ. নাগার্জুন সাগর বাঁধ
Ans-খ. হীরাকুঁদ বাঁধ

40. ১৯৭৪ সাল পর্যন্ত ভারতে কয়টি পাটকল ছিল?
ক. ৭৫ টি
খ. ৭২ টি
গ. ৫৫ টি
ঘ. ৬০ টি
Ans-ক. ৭৫ টি 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.