Top 350 ভূগোল জিকে প্রশ্ন

Geography General Knowledge Questions and Answers

51.গ্রেট ভিক্টরিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. মিশর
ঘ. উত্তর আফ্রিকা

Ans-ক. অস্ট্রেলিয়া  

52. সাহারা মরুভুমি কোথায় অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
Ans-গ. আফ্রিকা  

53. নিচের কোনটি একটি জৈব শিলা?
ক. মার্বেল
খ. কোল
গ. গ্রানাইট
ঘ. স্লেট
Ans-খ. কোল

54.পৃথিবীর উপরিভাগ মূলত কোন শিলা দ্বারা গঠিত?
ক.আগ্নেয় শিলা
খ. পাললিক শিলা
গ. রূপান্তরিত শিলা
ঘ. কোনটিই না
Ans-খ. পাললিক শিলা

55. রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয় ?
ক. আগ্নেয় শিলা থেকে
খ. পাললিক শিলা থেকে
গ. উপরের দুটিই
ঘ. কোনটিই না
Ans-গ. উপরের দুটিই   

56.নিচের কোনটি একটি আগ্নেয় শিলার উদাহরণ?
ক. লাইমস্টোন বা চুনা পাথর
খ. মার্বেল
গ. স্লেট
ঘ. ব্যাসাল্ট

Ans-ঘ. ব্যাসাল্ট 

57. নিচের কোনটি একটি যান্ত্রিক পাললিক শিলার উদাহরণ?
ক. চক
খ. প্রবাল পাথর
গ. বোরাক্স
ঘ. নুড়ি পাথর
Ans-ঘ. নুড়ি পাথর

58. নিচের কোনটি একটি প্লুটোনিক আগ্নেয় শিলার উদাহরণ?
ক. ব্যাসাল্ট
খ. গ্রানাইট
গ. স্লেট
ঘ. ডলোমাইট
Ans-ক. ব্যাসাল্ট 

59. নিচের কোনটির সাথে এপিসেন্টার কথাটি সম্পর্ক যুক্ত?
ক. ভূমিকম্প
খ. আগ্নেয়গিরি
গ. সাইক্লোন
ঘ. ভূমিধস
Ans-ক. ভূমিকম্প  

60. পৃথিবীর সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?
ক. Cotopaxi
খ. Fujiyama
গ. Kilaueu
ঘ. Vesivius
Ans-ক. Cotopaxi 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.