Top 350 ভূগোল জিকে প্রশ্ন
Geography General Knowledge Questions and Answers
51.গ্রেট ভিক্টরিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. মিশর
ঘ. উত্তর আফ্রিকা
52. সাহারা মরুভুমি কোথায় অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
53. নিচের কোনটি একটি জৈব শিলা?
ক. মার্বেল
খ. কোল
গ. গ্রানাইট
ঘ. স্লেট
54.পৃথিবীর উপরিভাগ মূলত কোন শিলা দ্বারা গঠিত?
ক.আগ্নেয় শিলা
খ. পাললিক শিলা
গ. রূপান্তরিত শিলা
ঘ. কোনটিই না
55. রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয় ?
ক. আগ্নেয় শিলা থেকে
খ. পাললিক শিলা থেকে
গ. উপরের দুটিই
ঘ. কোনটিই না
56.নিচের কোনটি একটি আগ্নেয় শিলার উদাহরণ?
ক. লাইমস্টোন বা চুনা পাথর
খ. মার্বেল
গ. স্লেট
ঘ. ব্যাসাল্ট
57. নিচের কোনটি একটি যান্ত্রিক পাললিক শিলার উদাহরণ?
ক. চক
খ. প্রবাল পাথর
গ. বোরাক্স
ঘ. নুড়ি পাথর
58. নিচের কোনটি একটি প্লুটোনিক আগ্নেয় শিলার উদাহরণ?
ক. ব্যাসাল্ট
খ. গ্রানাইট
গ. স্লেট
ঘ. ডলোমাইট
59. নিচের কোনটির সাথে এপিসেন্টার কথাটি সম্পর্ক যুক্ত?
ক. ভূমিকম্প
খ. আগ্নেয়গিরি
গ. সাইক্লোন
ঘ. ভূমিধস
60. পৃথিবীর সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?
ক. Cotopaxi
খ. Fujiyama
গ. Kilaueu
ঘ. Vesivius