Top 350 ভূগোল জিকে প্রশ্ন

11.কোন গ্রহকে লাল গ্রহ বা বলা হয়?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শুক্র
ঘ. মঙ্গল

Ans-ঘ. মঙ্গল 

12.নিচের কোন গ্রহটিকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শুক্র
ঘ. মঙ্গল
Ans-গ. শুক্র 

13.সবচেয়ে গরম গ্রহের নাম কি?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শুক্র
ঘ. মঙ্গল
Ans-গ. শুক্র 

14.সবচেয়ে ঠান্ডা গ্রহের নাম কি?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. নেপচুন
ঘ. শনি
Ans-গ. নেপচুন  

15.সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
ক. সিরিয়াস (Sirius)
খ. প্রক্সিমা সেনটাওরী (Proxima Centauri)
গ. গ্যানিমিডি (Ganymede)
ঘ. ডেইমস (Deimos)
Ans-খ. প্রক্সিমা সেনটাওরী (Proxima Centauri) 

16.পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত?
ক. গঙ্গা
খ. কাবেরী
গ. নর্মদা
ঘ. গোদাবরী
Ans- গোদাবরী  

17.কোন শস্যের চাষ ব্যর্থ হলে ভারতে তেল সংকট দেখা দেবে?
ক. তিসি
খ. সরিষা
গ. নারকেল
ঘ. বাদাম
Ans-ক. তিসি 

18.ভারতের আরাবল্লী ও ইউরোপের পেনিনস পর্বতমালা হল ——– পর্বতের উদাহরণ।
ক. প্রাচীন
খ. ভঙ্গিল
গ. নব্য
ঘ. পাললিক
Ans-ক. প্রাচীন

19.ভারতে প্রধান সমুদ্র বন্দর কয়টি?
ক. ৫ টি
খ. ৮ টি
গ. ১৩ টি
ঘ. ১৫ টি
Ans-গ. ১৩ টি  

20.নিচের কোনটি একটি উপনদী?
ক. গণ্ডক
খ. কোশি
গ. কৃষ্ণা
ঘ. সুতলেজ
Ans-গ. কৃষ্ণা   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.