Top 350 ভূগোল জিকে প্রশ্ন

121.খড়্গপুর রেল কারখানা তৈরি হয় সালে?
A. ১৮৫০
B. ১৮৭৫
C. ১৯০০
D. ১৯৩০

Ans- C. ১৯০০ সালে

122. কোনটি সর্বাপেক্ষা শিল্পোন্নত রাজ্য?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. পাঞ্জাব
D.তামিলনাড্ডু
Ans-B. গুজরাট

123.কোন শহর কে ভারতের রূঢ় বলা হয় ?
A. কলকাতা
B. দুর্গাপুর
C. রোরকেল্লা
D. বার্নপুর
Ans-B. দুর্গাপুর।

124. ১৯৬০ সালে সরকারি ভাবে প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা গড়ে ওঠে কোথায়?
A. ভোপাল
B. দুর্গাপুর
C. হায়দ্রাবাদ
D. রানীপুর
Ans- B. দুর্গাপুর

125. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
A.তামিলনাড়ুর পেরাম্বুতে
B. উত্তেরপ্রেদেশের বারানসিতে
C. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
D. ঝাড়খণ্ডের জামশেদপুরে
Ans-B. উত্তেরপ্রেদেশের বারানসিতে।

126.ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত ?
A.তামিলনাড়ুর পেরাম্বুতে
B. কর্ণাটকের বেঙ্গালুরু
C.মহারাষ্ট্রের নাসিকে
D.পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

Ans-A.তামিলনাড়ুর পেরাম্বুতে

127. প্শ্চিমবঙ্গের জেসপ এন্ড কোং নাম কোন সরকারি সংস্থা তৈরি হয় ?
A.বিমানপোত
B. মোটরগাড়ি
C.জাহাজ নির্মাণ সামগ্রী
D.মালগাড়ি ও যাত্রীইবাহী গাড়ির কোচ
Ans-D.মালগাড়ি ও যাত্রীইবাহী গাড়ির কোচ

128. ভারতের বৃহত্তম তাম্র কারখানা কোথায় অবস্থিত ?
A.যদুগোড়ায়
B. মোভান্ডার
C. রামগড়
D. আত্তরং
Ans-B. মোভান্ডার ।

129. সর্ববৃহৎ রাসায়ানিক সার তৈরির কারখানা অবস্থিত ?
A. টুন্ডুতে
B. ধানবাদ
C. সিন্ধিতে
D. গাঙপুরে
Ans-C. সিন্ধিতে

130. উত্তর প্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হলো ?
A. কানপুর
B. লখনউ
C. এলাহাবাদ
D. কোনোটিই নয়
Ans-A. কানপুর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.