Top 350 ভূগোল জিকে প্রশ্ন

Indian Geography Quiz

111.কোনটি মিজোরামের রাজধানী ?
A. ইমফল
B. ইটানগর
C. আইজল
D. ডিগবয়

Ans-C. আইজল

112. গ্রিনিচে দুপুর ১২ টা বাজলে এলাহাবাদের সময় কত ?
A. সকাল ৫ টা ৩০ মিনিট
B. দুপুর ৩ টা
C. বিকাল ৫ টা ৩০ মিনিট
D. বিকাল ৬ টা
Ans-C. বিকাল ৫ টা ৩০ মিনিট

113. লাক্ষাদ্বীপ অবস্থিত ?
A. ভারত মহাসাগর
B. বঙ্গোপসাগর
C. আরব সাগরে
D. পক প্রণালী
C. আরব সাগরে

114. ভারতের স্থল ভাগ এর পরিমান?
A. ১৫,৫০০ কিমি
B. ১৫,২০০ কিমি
C.৭,৫১৬.৬ কিমি
D. ২,৯৩৩ কিমি
Ans- B. ১৫,২০০ কিমি

115. ভারত ও গ্রিনিচ এর মধ্যে সময়ের পার্থক্য ?
A. ৫ ঘন্টা ৩৪ মিনিট
B.৫ ঘন্টা ১০ মিনিট
C. ৫ ঘন্টা ৩০মিনিট
D. কোনোটিই নয়
Ans-C. ৫ ঘন্টা ৩০মিনিট

116.২০১১ এর আদমশুমারি অনুযায়ী ভারতীয় লিঙ্গানুপাত?
A.১০০০;৯৩৩
B. ১০০০;১০০০
C.১০০০;৯৪০
D. কোনোটিই নয়

C.১০০০;৯৪০

117.ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো?
A. ইন্দিরা পয়েন্ট
B. কুমারিকা অন্তরীপ
C. ইমফল
D. কালান্দা
Ans-A. ইন্দিরা পয়েন্ট

118. দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ?
A. কলকাতা
B. রাচি
C. চন্ডিগড়
D. শ্রীনগর
Ans-C. চন্ডিগড়।

119. ভাষার ভিত্তেতে রাজ্যগুলির প্রথম পুনর্গঠিত হয়?
A. ১৯৪৭ সালে
B. ১৯৫০ সালে
C. ১৯৪২ সালে
D. ১৯৫৬ সালে
Ans-D. ১৯৫৬ সালে

120. শ্রীলংকাকে ভারত থেকে বিছিন্ন করেছে ?
A.পক প্রণালী
B.বারিং প্রণালী
C.জিব্রাল্টার প্রণালী
D. মালাক্কা প্রণালী
A.পক প্রণালী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.