Top 350 ভূগোল জিকে প্রশ্ন

271.ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
(A) গডউইন অস্টিন
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) চোমেলহরী
(D) হিডন পিক

Ans-(B) কাঞ্চনজঙ্ঘা ( এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এটি পূর্ব হিমালয়ে অবস্থিত এর উচ্চতা 8586 মিটার)।

272. লিওপারগেল কোন পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ ?
(A) শিবালিক
(B) হিমাচল
(C) উচ্চ হিমালয়
(D) জাসকর
Ans-(D) জাসকর

273. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) মনিপুর
(D) ত্রিপুরা
Ans-(C) মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ।

274. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) ধুপগড়
(D) অমরকণ্টক
Ans-(B) দোদাবেতা (2637 মিটার) এই নীলগিরি পর্বতকে “পর্বতগ্রন্থি ” বলা হয়)।

275. গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে-
(A) ডানকান প্যাসেজ
(B) 10° চ্যানেল
(C) 4° চ্যানেল
(D) 9° চ্যানেল
Ans-(A) ডানকান প্যাসেজ)

276. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) গোরক্ষনাথ
(B) হিডন পিক
(C) গ্যাসের ব্রুম-2
(D) সান্দাকুফু
Ans-(A) গোরক্ষনাথ

277. উপদ্বীপীয় মালভূমি যে দুটি উপবিভাগে বিভক্ত —
(A) মহারাষ্ট্র ও মালব মালভূমি
(B) মৈকাল ও ডেকান মালভূমি
(C) মালব মালভূমি ও ডেকান মালভূমি
(D) মালব মালভূমি ও মৈকাল মালভুমি
Ans-(B) মৈকাল ও ডেকান মালভূমি

278. নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত?
(A) সিকিমে
(B) ভুটানে
(C) কাশ্মীরে
(D) তিব্বতে
Ans-(A) সিকিমে অবস্থিত

279. রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) অসম
Ans-(D) সিকিম

(B) হিমাচল প্রদেশে অবস্থিত রোটাং গিরিপথ।
280. পূর্বে হিমালয়ের অবস্থান ছিল–
(A) ভূমধ্যসাগরে
(B) টেথিস সাগরে
(C) চীন সাগরে
(D) উত্তর সাগরে
Ans-(B) টেথিস সাগরে অবস্থান ছিল হিমালয়ের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.