Top 350 ভূগোল জিকে প্রশ্ন

171.ভারতের কোন শহর “বিজ্ঞান নগরীর” – নামে খ্যাত?
(A) হায়দ্রাবাদ
(B) ব্যাঙ্গালুরু
(C) কলকাতা
(D) পুনে

Ans-(B) ব্যাঙ্গালুরু ( বাঙ্গালুরুকে ভারতের “গার্ডেন সিটি ” বলা হয়)।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* ব্যাঙ্গালুরু হল কর্ণাটকের রাজধানী
* প্রধান ভাষা কানাড়া
* চন্দনের জন্য প্রসিদ্ধ
172. “দক্ষিণাত্যের কাশী” – বলা হয় কোন শহরকে ?
(A) মাদুরায়
(B) পাটনা
(C) লখনউ
(D) ইন্দোর
Ans-(A) মাদুরায়/ মাদুরাই কে( প্রাচীন কালে এটি পান্ড্য রাজধানী ছিল)।

173. আয়তন অনুসারে, পৃথিবীতে ভারতের স্থান –
(A) 1
(B) 3
(C) 5
(D) 7
Ans-(D) 7

174. পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ——- ভাগ ভারতের অধীনে আছে বা রয়েছে।
(A) 1.4
(B) 2.4
(C) 3.4
(D) 4.4
Ans-(B) 2.4 %

175. ভারতের প্রমান দ্রাঘিমা নীচের কোনটি ?
(A) 80° 30′ পূর্ব
(B) 81° 30′ পূর্ব
(C) 82° 30′ পূর্ব
(D) 83° 30′ পূর্ব
Ans-(C) 82° 30′ পূর্ব

176. কোন রাজ্যের তটরেখার বিস্তৃতি সর্বাধিক?
(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাত
Ans-(D) গুজরাত

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* গুজরাতের রাজধানী গাঁধীনগর
* প্রধান ভাষা গুজরাটি, সিন্ধ্রী
* এই রাজ্যের উপকূলরেখা
দীর্ঘতম (প্রায়1600 কিমি)
* আয়তন 1,96,024 বর্গকিমি।
177. ভারতে মোট দ্বীপের সংখ্যা কত?
(A) 247
(B) 347
(C) 408
(D) 459
Ans-(A) 247 টি

178. ভারতের 28 তম অঙ্গরাজ্য নীচের কোনটি ?
(A) গোয়া
(B) উত্তরাখন্ড
(C) ঝাড়খণ্ড
(D) ছত্রিশগড়
Ans-(C) ঝাড়খণ্ড

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* 2000 সালের 15 ই নভেম্বর বিহার ভেঙে এই ঝাড়খণ্ড রাজ্যটি আত্মপ্রকাশ করে
* জেলার সংখ্যা 18 টি
* রাজধানী রাঁচি
* আদিবাসী মানুষের সখ্যা 27.67%
* জনসংখ্যা 3 কোটি 29 লক্ষ 66 হাজার
* আয়তন 79,714 বর্গকিলোমিটার
178. নাগাল্যান্ডের রাজধানীর নাম কি ?
( A) ইমফল
(B) শিলং
(C) আইজল
(D) কোহিমা
Ans-(D) কোহিমা ( নাগাল্যান্ডের 90% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত)।

179. নীচে প্রদত্তগুলির মধ্যে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি?
(A) ওড়িশা
(B) গুজরাত
(C) ছত্রিশগড়
(D) পশ্চিমবঙ্গ
Ans-(A) ওড়িশা

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ এই রাজ্যে (ওড়িশাতে ) অবস্থিত
* বৃহত্তম লেগুন চিলকা এই রাজ্যে অবস্থিত
* রাজধানীর নাম ভুবনেশ্বর
* ভাষা উড়িয়া
180. নীচের কোনটি মিজোরামের রাজধানী?
(A) আইজল
(B) ইমফল
(C) ইটানগর
(D) ডিগবয়
Ans-(A) আইজল

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* তপশিলি জাতির শতাংশ সর্বনিম্ন (0.03%)
* তপশিলি উপজাতির সংখ্যা সর্বাধিক ( 94.5%)
* ভাষা মিজো, ইংরেজি
* আয়তন 21,081 বর্গকিমি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.