Top 350 ভূগোল জিকে প্রশ্ন

261.ভারতের কোন নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে?
(A) গঙ্গা
(B) নর্মদা
(C) কৃষ্ণা
(D) গোদাবরী

Ans- (B) নর্মদা নদী উপদ্বীপীয় মালভুমিকে বিভক্ত করেছে ( “উপদ্বীপীয় মালভুমি”র মূল ভূখণ্ডটির নাম দাক্ষিণাত‍্য মালভূমি)

262. ” মহাকাল ” পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(A) অমরকণ্টক
(B) ধুপগড়
(C) পাঁচমারি
(D) কালসুবাই
Ans- (A) অমরকণ্টক(1057 মিটার)।

263. নিন্মলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ?
(A) লাক্ষাদ্বীপ
(B) মিনিকয়
(C) নারকোন্ডাম
(D) পারাদ্বীপ
Ans- (C) নারকোন্ডাম(এটি সুপ্ত আগ্নেয় গিরি )

264. নিন্মলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি নবীনতম?
(A) সাতপুরা
(B) হিমালয়
(C) মহাদেব
(D) মহাকাল
Ans- (B) হিমালয় পর্বত ( দৈর্ঘ্য প্রায় 2414 কিমি এবং উত্তর-দক্ষিণে বিস্তার 241 কিমি থেকে 402 কিমি)।

265. ভারতের উচ্চতম শৃঙ্গ “K2” কোথায় অবস্থিত?
(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) মিজোরাম
(D) জম্মু ও কাশ্মীর
Ans- (D) জম্মু ও কাশ্মীরে ( K2 বা গডউইন অস্টিন হল কারাকোরাম পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ। এটি ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা 8,611 মিটার)।

266. ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ হল-
(A) চিলকা westerse
(B) বৈকাল হ্রদ
(C) ডাল হ্রদ
(D) উলার হ্রদ
Ans- (C) ডাল হ্রদ

267. ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার –
(A) কচ্ছ থেকে কেপ কোমারিন পর্যন্ত
(B) পশ্চিমবঙ্গ থেকে কেপ কোমারিন পর্যন্ত
(C) মুম্বাই থেকে কন্যাকুমারী পর্যন্ত
(D) চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত
Ans- (B) পশ্চিমবঙ্গ থেকে কেপ কোমারিন পর্যন্ত

268. পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি?
(A) নীলগিরি
(B) আর্মাকোন্ডা
(C) আন্নামালাই
(D) মহেন্দ্রোগিরি
Ans-(D) মহেন্দ্রোগিরি ( পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ হল আর্মাকোন্ডা (1680 মিটার)।

269. ভারতে কচ্ছের রান অঞ্চল উত্তর-পশ্চিম গুজরাত এবং—– রাজ্যের সীমানা স্পর্শকারী সিন্ধু-প্রদেশে অবস্থিত।
(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) আফগানিস্তান
Ans- (A) পাকিস্তান

270. ছোটনাগপুর মালভুমির উচ্চতম পাহাড় নীচের কোনটি?
(A) পরেশনাথ পাহাড়
(B) শুশুনিয়া পাহাড়
(C) রাজমহল
(D) দলমা
Ans-(A) পরেশনাথ পাহাড়( এটি ছোটনাগপুর মালভুমির উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা 1366 মিটার)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.