Top 350 ভূগোল জিকে প্রশ্ন

291.লিংসিলা ও ইউলিলা গিরিপথ কোন দুটি দেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে?
(A) ভুটান ও তিব্বত (চীন)
(B) অরুণাচল প্রদেশ ও তিব্বত (চীন)
(C) সিকিম ও তিব্বত (চীন)
(D) উত্তরপ্রদেশ ও তিব্বত ( চীন)

Ans-(A) ভুটান ও তিব্বত (চীন)

292. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে বলে-
(A) খাদার
(B) ভাঙ্গর
(C) ভাবর
(D) উপরের কোনটিই নয়
Ans-(B) ভাঙ্গর

293. গাঙ্গেয় সমভূমির নদীতীরের নবীন পলিগঠিত এলাকাগুলিকে বলে —
(A) খাদার
(B) ভাঙ্গর
(C) ভাবর
(D) দুন
Ans-(A) খাদার

294. রাজস্থান মরুস্থলির চলমান বালিয়ারিকে বলে–
(A) ধৃয়ান
(B) ধান্দ
(C) দিদওয়ানা
(D) বাগর
Ans-(A) ধৃয়ান

295. মরুস্থলির পূর্বে অবস্থিত লুনি অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম–
(A) রোহি
(B) কালার
(C) বাগর
(D) উপরের কোনোটিই নয়
Ans-(C) বাগর

296. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) কালসুবাই
(D) আর্মাকোন্ডা
Ans-(D) আর্মাকোন্ডা (1680 মিটার)

297. সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত-
(A) মৈকাল পাহাড়
(B) পালনি পাহাড়
(C) বাঘেলখন্ড মালভুমি
(D) বিন্ধ্য পর্বত
Ans-(A) মৈকাল পাহাড়

298. দাক্ষিনাত‍্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?
(A) গ্রানাইট ও নিস
(B) কাদাপাথর ও মার্বেল
(C) চুনাপাথর ও সিস্ট
(D) ব্যাসল্ট ও বেলেপাথর
Ans-(A) গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।

299. তামিলনাড়ু উপকূলের বালিয়ারিকে স্থানীয় অধিবাসীরা বলে-
(A) ধান্দ
(B) বার্খান
(C) টেরিস
(D) লেগুন
Ans-(C) টেরিস

300. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি ?
(A) গেরসোপ্পা
(B) হুড্রু
(C) ত্রিকূট
(D) উপরের কোনোটিই নয়
Ans-(A) গেরসোপ্পা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.