মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)

71. “হুমায়ুননামা”র- ইংরেজিতে অনুবাদ করেন কে?
(A) ফৈজী সিরহিন্দ
(B) বদাউনি
(C) এস.বিভারিজ
(D) বায়োজিদ খাঁ

Ans-(C) এস.বিভারিজ
(“হুমায়ুননামা” ইংরেজিতে অনুবাদিত হয় 1902 সালে)।

72. মুঘল সম্রাট হুমায়ুনকে ” Problem Child”- বলেন কে?
(A) এলফিনস্টোন
(B) পার্সিভ্যাল স্পিয়ার
(C) ভিনসেন্ট স্মিথ
(D) যদুনাথ সরকার
Ans-(B) পার্সিভ্যাল স্পিয়ার।

73. “তারিখ-ই-হুমায়ুন”- বইটির লেখক কে?
(A) বায়োজিদ খাঁ
(B) আব্বাস খান শেরওয়ানি
(C) আমির খসরু
(D) বদাউনি
Ans-(A) বায়োজিদ খাঁ

74. “হুমায়ুননামা”- বাবর দহিতার গ্রন্থ।এটি কোন ভাষায় লেখা?
(A) উর্দু ভাষায়
(B) তুর্কী ভাষায়
(C) আরবী ভাষায়
(D) ফার্সী ভাষায়
Ans-(D) ফার্সী ভাষায়

75. হুমায়ুন কান্দাহার দখল করেন কবে?
(A) 1545 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
(B) 1546 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
(C) 1555 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
(D) 1556 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
Ans-(A) 1545 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
(হুমায়ুন কান্দাহার দখল করেন 1545 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে পারস্যের শাহ তহমাস্পের সহযোগিতায়)।

76. কান্দাহার (1545) দখল করার পর হুমায়ুন কাবুল যাওয়ার আগে কান্দাহারের শাসনকর্তা হিসেবে কাকে নিয়োগ করেন?
(A) ছোটভাই হিন্দালকে
(B) বৈরাম খাঁকে
(C) আব্বাস খান শেরওয়ানিকে
(D) মুলা বেকশীকে
Ans-(B) বৈরাম খাঁকে
(বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের বন্ধু)।

77. হুমায়ুন উজবেকদের পরাস্ত করেন কবে ?
(A) 1545 খ্রিস্টাব্দে
(B) 1553 খ্রিস্টাব্দে
(C) 1550 খ্রিস্টাব্দে
(D) 1546 খ্রিস্টাব্দে
Ans-(D) 1546 খ্রিস্টাব্দে

78. হুমায়ুন কোন যুদ্ধে আফগানদের পরাস্ত করেন?
(A) কনৌজের যুদ্ধে
(B) মরিসাসের যুদ্ধে
(C) মাচিয়ারার যুদ্ধে
(D) কালানৌর যুদ্ধে
Ans-(C) মাচিয়ারার যুদ্ধে
(1555 খ্রিস্টাব্দে হুমায়ুন মাচিয়ারার যুদ্ধে আফগানদের পরাস্ত করেন)।

79. হুমায়ুনের ভাই কামরানকে বন্দী ও অন্ধ করে মক্কায় পাঠানো হয় কবে?
(A) 1545 খ্রিস্টাব্দে
(B) 1553 খ্রিস্টাব্দে
(C) 1550 খ্রিস্টাব্দে
(D) 1547 খ্রিস্টাব্দে
Ans-(B) 1553 খ্রিস্টাব্দে।

80. হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন?
(A) কালানৌর নামক স্থানে
(B) পাঞ্জাবে
(C) বাংলায়
(D) অমরকোটে
Ans-(A) কালানৌর নামক স্থানে
(এটি অবস্থিত ছিলো পাঞ্জাবে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.