মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)
21. বাবর “বাদশাহ”- উপাধি প্রথম নেন কোথায়?
(A) ভারতে
(B) কাবুলে
(C) লাহোরে
(D) পারস্যে
22. ” বাবর মধ্য এশিয়া ও ভারতের যোগসূত্র”- বলেন কে?
(A) স্ট্যানলি লেনপুল
(B) ভিনসেন্ট স্মিথ
(C) এলফিনস্টোন
(D) রোমিলা থাপা
23. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন?
(A) মামুদ লোদী
(B) নসরৎ শাহ
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
24. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় জৌনপুরের শাসনকর্তা কে ছিলেন?
(A) মামুদ লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
25. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় বিহারের শাসনকর্তা কে ছিলেন?
(A) আলম খাঁন
(B) ইব্রাহিম লোদী
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
26. বাবরের কয়টি পুত্র?
(A) 3 জন
(B) 4 জন
(C) 5 জন
(D) শুধুমাত্র C ঠিক
27. বাবরের তৃতীয় পুত্রের নাম কি?
(A) হুমায়ুন
(B) কামরান
(C) আশকরি
(D) হিন্দাল
28. কোন মুঘল সম্রাট ভারতে একটিও যুদ্ধে পরাজিত হয়নি?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
29. “মোঙ্গল” শব্দটির অর্থ কি?
(A) জাতি বিশেষ
(B) দুর্ধর্ষ বা ভয়ানক
(C) নির্ভীক বা সাহসী
(D) সমান অধিকার
30. বাবরের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কি?
(A) তারিখ-ই-বাবরী
(C) তুজুক-ই-বাবরী
(C) তারিখ-ই-ফিরোজশাহী
(D) মুবাইন