মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)

21. বাবর “বাদশাহ”- উপাধি প্রথম নেন কোথায়?
(A) ভারতে
(B) কাবুলে
(C) লাহোরে
(D) পারস্যে

Ans-(B) কাবুলে
(1507 খ্রিস্টাব্দে বাবর কাবুল ও গজনী জয়ের পর “বাদশাহ”- উপাধি নেন।
* “আফগানিস্তানের বাদশাহ” উপাধি বাবর নেন 1504 খ্রিস্টাব্দে)।

22. ” বাবর মধ্য এশিয়া ও ভারতের যোগসূত্র”- বলেন কে?
(A) স্ট্যানলি লেনপুল
(B) ভিনসেন্ট স্মিথ
(C) এলফিনস্টোন
(D) রোমিলা থাপা
Ans-(A) স্ট্যানলি লেনপুল

23. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন?
(A) মামুদ লোদী
(B) নসরৎ শাহ
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
Ans-(B) নসরৎ শাহ
(ঘর্ঘরার যুদ্ধ সংঘটিত হয় 1529 খ্রিস্টাব্দের 6 ই মে)।

24. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় জৌনপুরের শাসনকর্তা কে ছিলেন?
(A) মামুদ লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
Ans-(A) মামুদ লোদী (ইব্রাহিম লোদীর ছোটভাই)
* ঘর্ঘরার যুদ্ধে বাবরের প্রধান প্রতিবন্ধক ছিলেন জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদী)।

25. ঘর্ঘরার যুদ্ধের(1529) সময় বিহারের শাসনকর্তা কে ছিলেন?
(A) আলম খাঁন
(B) ইব্রাহিম লোদী
(C) শের খাঁন
(D) দৌলত খাঁ লোদী
Ans-(C) শের খাঁন

26. বাবরের কয়টি পুত্র?
(A) 3 জন
(B) 4 জন
(C) 5 জন
(D) শুধুমাত্র C ঠিক
Ans-(B) 4 জন
(বাবরের চারটি পুত্র হলো- হুমায়ুন-কামরান-আশকরি এবং হিন্দাল।
* এবং বাবরের একটি কন্যা ছিল তার নাম গুলবদন বেগম

27. বাবরের তৃতীয় পুত্রের নাম কি?
(A) হুমায়ুন
(B) কামরান
(C) আশকরি
(D) হিন্দাল
Ans-(C) আশকরি
(আশকরি সম্বলের জায়গীর ছিলেন)।

28. কোন মুঘল সম্রাট ভারতে একটিও যুদ্ধে পরাজিত হয়নি?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
Ans-(A) বাবর (মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মহম্মদ বাবর ভারতে মোট 4 টি যুদ্ধ করেন এবং সবকটিতেই জয়লাভ করেন।
(i) পানিপথের প্রথম যুদ্ধ (1526)
(ii) খানুয়ারের যুদ্ধ (1527)
(iii) চান্দেরীর যুদ্ধ (1528)
(iv) ঘর্ঘরার বা ঘাঘরার যুদ্ধ (1529)।

29. “মোঙ্গল” শব্দটির অর্থ কি?
(A) জাতি বিশেষ
(B) দুর্ধর্ষ বা ভয়ানক
(C) নির্ভীক বা সাহসী
(D) সমান অধিকার
Ans-(C) নির্ভীক বা সাহসী

30. বাবরের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কি?
(A) তারিখ-ই-বাবরী
(C) তুজুক-ই-বাবরী
(C) তারিখ-ই-ফিরোজশাহী
(D) মুবাইন
Ans-(C) তুজুক-ই-বাবরী
(তুজুক-ই-বাবরী বা বাবরনামা গ্রন্থটি বাবর তুর্কী বা চাঘতাই তুর্কী ভাষায় নিজেই লেখেন।
* ‘তুজুক’- কথার অর্থ স্মৃতি কথা)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.