13. বাবর প্রথম পানিপথের যুদ্ধে কোন দুটি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন?
(A) তুলুঘ্মা ও রুমি
(B) তুলুঘ্মা ও আরাবা
(C) আরাবা ও কলপি
(D) উপরের কোনোটিই নয়
Ans-(B) তুলুঘ্মা ও আরাবা
(বাবর(1526 – 1530) তুলুঘ্মা যুদ্ধ পদ্ধতি শেখেন উজবেকদের কাছ থেকে। এবং বাবর এই যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন)।
14. খানুয়ারের যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
(A) রানা সঙ্গ
(B) মেদিনী রায়
(C) নসরৎ শাহ
(D) মামুদ লোদী
Ans-(A) রানা সঙ্গ
(ইনি ছিলেন মেবারের রানা।মেবারের রানা সঙ্গ প্রথম পানিপথের যুদ্ধে বাবরকে সাহায্য করেন কিন্তু 1527 খ্রিস্টাব্দের 17 ই মার্চ খানুয়ারের যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাস্ত করেন)।
15. খানুয়ারের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
(A) 1528 খ্রিস্টাব্দে
(B) 1529 খ্রিস্টাব্দে
(C) 1527 খ্রিস্টাব্দে
(D) 1530 খ্রিস্টাব্দে
Ans-(C) 1527 খ্রিস্টাব্দে
(1527 খ্রিস্টাব্দের 17 ই মার্চ মেবারের রাজপুত শাসক রানা সঙ্গের সাথে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মহম্মদ বাবরের খানুয়ারের যুদ্ধ হয়।এই যুদ্ধে বাবর জয়লাভ করে)।
16. কোন যুদ্ধে জয়ের পর বাবর “গাজী”- উপাধি নেন?
(A) খানুয়ারের যুদ্ধ জয়ের পর
(B) পানিপথের যুদ্ধ জয়ের পর
(C) ঘর্ঘরার যুদ্ধ জয়ের পর
(D) চান্দেরীর যুদ্ধ জয়ের পর
Ans-(A) খানুয়ারের যুদ্ধ জয়ের পর
(1527 খ্রিস্টাব্দের 17 ই মার্চ খানুয়ারের যুদ্ধ জয়ের পর বাবর “গাজী” উপাধি নেন)।
17. চান্দেরীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
(A) 1528 খ্রিস্টাব্দে
(B) 1529 খ্রিস্টাব্দে
(C) 1527 খ্রিস্টাব্দে
(D) 1530 খ্রিস্টাব্দে
Ans-(A) 1528 খ্রিস্টাব্দে
(1528 খ্রিস্টাব্দের 21 শে জানুয়ারি জহিরুদ্দিন মহম্মদ বাবরের সাথে মালবের শাসক মেদিনী রায়ের চান্দেরীর যুদ্ধে বাবর মেদিনী রায়কে হারিয়ে চান্দেরী দুর্গ দখল করে নেন)।
18. ঘর্ঘরার যুদ্ধ কবে হয়?
(A) 1528 খ্রিস্টাব্দে
(B) 1529 খ্রিস্টাব্দে
(C) 1527 খ্রিস্টাব্দে
(D) 1530 খ্রিস্টাব্দে
Ans-(B) 1529 খ্রিস্টাব্দে
(1529 খ্রিস্টাব্দের 6 ই মে বাবর ঘর্ঘরার বা ঘাঘরার যুদ্ধে আফগানদের পরাস্ত করেন।
* আফগান বলতে বোঝায় বাংলা, বিহার ও জৌনপুর।বাববর এই তিন শক্তিকে 1529 খ্রিস্টাব্দের 6 ই মে ঘর্ঘরার যুদ্ধে পরাজিত করেন।
* বাংলার শাসনকর্তা ছিলেন নসরৎ শাহ
* জৌনপুরের শাসনকর্তা ছিলেন মামুদ লোদী(ইব্রাহিম লোদীর ছোটো ভাই)।
* মামুদ লোদীই ছিলেন ঘর্ঘরার যুদ্ধে বাবরের প্রধান প্রতিবন্ধক।
* বিহারের শাসনকর্তা ছিলেন ছিলেন শের খাঁন)
19. বাবর যখন ফরগনার শাসক হন তখন তার বয়স কত?
(A) 21 বছর
(B) 12 বছর
(C) 18 বছর
(D) 19 বছর
Ans-(B) 12 বছর
(1483 খ্রিস্টাব্দের 14 ই ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার (রুশ-তুরস্ককে মধ্যবর্তী স্থানে) ফরগনাতে। এবং তিনি ফরগনার শাসক হন 1494 সালে মাত্র 12 বছর বয়সে)।
20. কোন মুঘল সম্রাট সংগীত ও নৃত্যের সমজদার ব্যক্তি ছিলেন?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর