GK Questions – ইঙ্গ-শিখ সম্পর্ক
1.রণজিৎ সিং কোন মিশলের অধিপতি ছিলেন?
(A) গুরুদুয়ার মিশলের
(B) সুখদুয়ার মিশলের
(C) আনচা দুয়ার মিশলের
(D) সুকরচুকিয়া মিশলের
2.রণজিৎ সিংহকে “রাজা”-উপাধি দেন কে?
(A) গুরু নানক
(B) গরু অর্জুন
(C) জামান শাহ
(D) শিবাজী
3.1799 সালে রণজিৎ সিংহ কোথায় তাঁর রাজধানী স্থাপন করেন?
(A) মুলতানে
(B) লুধিয়ানায়
(C) পেশোয়ারের
(D) লাহোরে
4.রণজিৎ সিংহ শতদ্রু নদীর কোন তীরের রাজ্যগুলি জয়ে সচেষ্ট হলে ইংরেজরা তাঁকে বাধা দেয়?
(A) উত্তর
(B) পূর্ব
(C) দক্ষিণ
(D) পশ্চিম
5.অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1802 সালে
(B) 1805 সালে
(C) 1809 সালে
(D) 1819 সালে
6.অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) রণজিৎ সিংহ + কর্ণওয়ালিশ
(B) রণজিৎ সিংহ + লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ
(C) রণজিৎ সিংহ + ডাফরিন
(D) রণজিৎ সিংহ + বেন্টিং
7.প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
(A) 1843 সালে
(B) 1849 সালে
(C) 1844 সালে
(D) 1845 সালে
8.প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের সময় গভর্নর জেনারেল (বড়লাট) -কে ছিলেন?
(A) লর্ড মিন্টো
(B) লর্ড এলেনবরা
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড উইলিয়াম বেন্টিং
9.কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান ঘটে?
(A) মাদ্রাজের সন্ধি দ্বারা
(B) পাঞ্জাবের সন্ধি দ্বারা
(C) পুরন্দরের সন্ধি দ্বারা
(D) লাহোরের সন্ধি দ্বারা
10.দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ কবে শুরু হয়?
(A) 1845 খ্রিস্টাব্দে
(B) 1848 খ্রিস্টাব্দে
(C) 1847 খ্রিস্টাব্দে
(D) 1846 খ্রিস্টাব্দে