মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)
91. প্রথম ভারতের মাটিতে জন্মান কোন মুঘল সম্রাট?
(A) জাহাঙ্গীর
(B) শাহজাহান
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
92. জালালুদ্দিন মহম্মদ আকবর কবে সিংহাসনে বসেন?
(A) 1556 খ্রিস্টাব্দের 27 শে জানুয়ারি
(B) 1556 খ্রিস্টাব্দের 14 ই ফেব্রুয়ারি
(C) 1556 খ্রিস্টাব্দের 26 শে মার্চ
(D) 1556 খ্রিস্টাব্দের 2 রা ফেব্রুয়ারি
93. আকবর নিজের নামে খুদবা পাঠ করেন কবে?
(A) 1556 খ্রিস্টাব্দের 27 শে জানুয়ারি
(B) 1556 খ্রিস্টাব্দের 14 ই ফেব্রুয়ারি
(C) 1556 খ্রিস্টাব্দের 26 শে মার্চ
(D) 1556 খ্রিস্টাব্দের 2 রা ফেব্রুয়ারি
94. “শাহেনশা”- উপাধি নেন কোন মুঘল সম্রাট?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) হুমায়ুন
(D) শাহজাহান
95. আকবর যখন সিংহাসনে বসেন তখন তার বয়স কত ছিল?
(A) 16 বছর
(B) 17 বছর
(C) 14 বছর
(D) 13 বছর
96. মুঘল সম্রাট আকবর জয় করতে পারেনি-
(A) আসাম
(B) বাংলা
(C) বিহার
(D) পাঞ্জাব
97. মুঘল স্থাপত্য শৈলীতে কোন রীতির প্রভাব ছিল?
(A) গান্ধার শিল্প রীতির
(B) ইন্দো-পারসিক শিল্প রীতির
(C) পারসিক শিল্প রীতির
(D) রোমান শিল্প রীতির
98. আকবরের সময় (1556 – 1605) সুবাতে সুবাদারের একক সর্বোচ্চ কতৃত্ব ছিল –
(A) 1575 – 1582 সাল পর্যন্ত
(B) 1580 – 1590 সাল পর্যন্ত
(C) 1564 – 1582 সাল পর্যন্ত
(D) 1580 – 1595 সাল পর্যন্ত
99. আকবরের মায়ের নাম কি?
(A) মহম তনগা
(C) রোকেয়া বেগম
(C) হামিদা বানু বেগম
(D) মরিয়ম
100. আকবরের গৃহ শিক্ষকের নাম কি ছিল?
(A) বৈরাম খাঁ
(B) আব্দুল লতিফ
(C) মির্জা জনি বেগ
(D) আব্দুল কাদের