মুঘল সাম্রাজ্যের ইতিহাস (জিকে)

31. “মঙ্গোলীয় ভাষায়” বাবর কথার কথার অর্থ কি?
(A) বাঘ
(B) নির্ভীক
(C) সিংহ
(D) সাদা হাতি

Ans- (A) বাঘ
(তবে বাবর শব্দের অর্থ সিংহও বলা যেতে পারে তবে বাঘই সঠিক)।

32. “Rise and Fall of Mughal Empire”- কে লিখেছেন?
(A) এস.বিভারিজ
(B) রামপ্রসাদ ত্রিপাঠি
(C) মালিক মহম্মদ জয়সী
Ans- (D) কানুনগো
(B) রামপ্রসাদ ত্রিপাঠি

33. “তুজুক-ই-বাবরী”- ফার্সীতে প্রথম অনুবাদ করেন কে?
(A) জৈন খাঁ
(B) পরাগল খাঁ
(C) আব্দুর রহিম খান ই খানন
(D) জিয়াউদ্দিন বারণী
Ans- (A) জৈন খাঁ
(মূল গ্রন্থটি তুর্কী ভাষায় লিখিত।
* তবে এই “তুজুক-ই-বাবরী”- আব্দুর রহিম খান ই খাননও ফার্সী ভাষায় অনুবাদ করেছিলেন।
* “তুজুক-ই-বাবরী”- বাদে তার অপর একটি কাব্যগ্রন্থ হলো “মসনভি”- বাবরের সাহিত্য প্রতিভার সাক্ষ্য বহন করে)।

34. দৌলত খান লোদী যখন বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তখন পাঞ্জাবের গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) ইব্রাহিম লোদী
(B) মামুদ লোদী
(C) দৌলত খান লোদী
(C) মতিউর রহমান
Ans- (C) দৌলত খান লোদী
(ইব্রাহিম লোদীর অধীনে দৌলত খান লোদী পাঞ্জাবের গভর্নর ছিলেন)।
* দৌলত খান লোদী আবার লাহোরের শাসনকর্তাও ছিল।

35. ফার্সীতে নতুন কাব্যশৈলী “মুবাইয়ান”-(Mubaiyan)- রচনা করেন কে?
(A) আকবর
(B) আব্দুর রহিম খান ই খানন
(C) জিয়াউদ্দিন বারণী
(D) বাবর
Ans- (D) বাবর
(এছাড়াও বাবর “দেওয়ান”- নামে তুর্কী ভাষায় কবিতার গ্রন্থ লেখেন)।

36. “তারিখ-ই-রশিদি”- গ্রন্থটি কার রচিত?
(A) মির্জা গালিব
(B) আমির খসরু
(C) জিয়াউদ্দিন বরণী
(D) মির্জা হায়দার
Ans- (D) মির্জা হায়দার
(ইনি ছিলেন বাবরের খুড়তুতো ভাই।* বাবরের ব্যক্তিত্ব ও চরিত্র নিয়ে এই গ্রন্থটি রচিত)।

37.”খাত-ই-বাবরী”- কোন মুঘল সম্রাট চালু করেন?
(A) আকবর
(B) ঔরঙ্গজেব
(C) হুমায়ুন
(D) বাবর
Ans- (D) বাবর
(“খাত-ই-বাবরী”- হলো একটি তুর্কী হরফ যা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মহম্মদ বাবর চালু করেন)।

38. “কাবুলিবাগের মসজিদ”- কোন মুঘল সম্রাট তৈরি করেন?
(A) শাহজাহান
(B) ঔরঙ্গজেব
(C) হুমায়ুন
(D) বাবর
Ans- (D) বাবর
(1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল প্রথম পানিপথের জয়ের পর বাবর তার স্মৃতির উদ্দেশ্যে পানিপথে “কাবুলিবাগের মসজিদ”- নির্মাণ করেন)।

39. নিন্মলিখিত কোন মুঘল সম্রাট একজন প্রথম শ্রেণির কবি ছিলেন?
(A) শাহজাহান
(B) ঔরঙ্গজেব
(C) আকবর
(D) বাবর
Ans- (D) বাবর
(বাবর “দেওয়ান”- নামে তুর্কী ভাষায় গ্রন্থ রচনা করেন।এছাড়াও “মুবাইয়ান”- নামে ফার্সী ভাষায় কাব্যগ্রন্থ লেখেন)।

40. নিন্মলিখিত কোনটি বাবর প্রতিষ্ঠা করেন?
(A) সম্বলের জামি মসজিদ (রোহিলাখণ্ডে)
(B) পুরানা কিল্লা
(C) কাবুলিবাগের মসজিদ
(D) A এবং C
Ans- (D) A এবং C
(বাবরের স্থাপত্য শিল্প গুলি হলো –
* পানিপথে কাবুলিবাগের মসজিদ।
* সম্বলের জামি মসজিদ(রোহিলাখণ্ডে)
* আগ্রায় লোদী দুর্গ নির্মাণ)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.