31. “মঙ্গোলীয় ভাষায়” বাবর কথার কথার অর্থ কি?
(A) বাঘ
(B) নির্ভীক
(C) সিংহ
(D) সাদা হাতি
Ans- (A) বাঘ
(তবে বাবর শব্দের অর্থ সিংহও বলা যেতে পারে তবে বাঘই সঠিক)।
32. “Rise and Fall of Mughal Empire”- কে লিখেছেন?
(A) এস.বিভারিজ
(B) রামপ্রসাদ ত্রিপাঠি
(C) মালিক মহম্মদ জয়সী
Ans- (D) কানুনগো
(B) রামপ্রসাদ ত্রিপাঠি
33. “তুজুক-ই-বাবরী”- ফার্সীতে প্রথম অনুবাদ করেন কে?
(A) জৈন খাঁ
(B) পরাগল খাঁ
(C) আব্দুর রহিম খান ই খানন
(D) জিয়াউদ্দিন বারণী
Ans- (A) জৈন খাঁ
(মূল গ্রন্থটি তুর্কী ভাষায় লিখিত।
* তবে এই “তুজুক-ই-বাবরী”- আব্দুর রহিম খান ই খাননও ফার্সী ভাষায় অনুবাদ করেছিলেন।
* “তুজুক-ই-বাবরী”- বাদে তার অপর একটি কাব্যগ্রন্থ হলো “মসনভি”- বাবরের সাহিত্য প্রতিভার সাক্ষ্য বহন করে)।
34. দৌলত খান লোদী যখন বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তখন পাঞ্জাবের গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) ইব্রাহিম লোদী
(B) মামুদ লোদী
(C) দৌলত খান লোদী
(C) মতিউর রহমান
Ans- (C) দৌলত খান লোদী
(ইব্রাহিম লোদীর অধীনে দৌলত খান লোদী পাঞ্জাবের গভর্নর ছিলেন)।
* দৌলত খান লোদী আবার লাহোরের শাসনকর্তাও ছিল।
35. ফার্সীতে নতুন কাব্যশৈলী “মুবাইয়ান”-(Mubaiyan)- রচনা করেন কে?
(A) আকবর
(B) আব্দুর রহিম খান ই খানন
(C) জিয়াউদ্দিন বারণী
(D) বাবর
Ans- (D) বাবর
(এছাড়াও বাবর “দেওয়ান”- নামে তুর্কী ভাষায় কবিতার গ্রন্থ লেখেন)।