Current Affairs 2019 (January – June)

75. সম্প্রতি ভারত অত্যাধুনিক ট্যাঙ্ক প্রতিরোধী মিসাইল টেস্ট করেছে। এই মিসাইলের নাম কি?
(A) আব্দুল কালাম মিসাইল
(B) অগ্নি ২
(C) বায়ু ৩
(D) হেলিনা

Ans-(D) হেলিনা  

76. দেশের প্রথম National War Memorial কোথায় স্থাপিত হয়েছে?
(A) দিল্লি
(B) আগ্রা
(C) শ্রীনগর
(D) যোধপুর
Ans-(A) দিল্লি

77. প্রধানমন্ত্রী দেশের প্রথম National War Memorial কবে উদ্বোধন করেন?
(A) ২৫ জানুয়ারি ২০১৯
(B) ২৫ ফেব্রুয়ারি ২০১৯
(C) ২০ ফেব্রুয়ারী ২০১৯
(D) ২৫ জানুয়ারী ২০১৯
Ans-(B) ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 

78. ৯১ তম অয়স্কার পুরস্কার পেয়েছে কোন সিনেমাটি?
A. Black Panther
B. BlacKkKlansman
C. If Beale Street Could Talk
D. Green Book
Ans-D. Green Book

79. প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা অনুসারে প্রতিটি কৃষক বছরে কত টাকা করে সরকারি অনুদান পাবেন?
(A) ১২,০০০
(B) ৬,০০০
(C) ৮০০০
(D) ১০,০০০
Ans-(B) ৬,০০০ টাকা  

80. কত সাল থেকে মূল্যযোগ কর ( Value Added Tax) প্রবর্তন করা হয়?
(A) 2006
(B) 2005
(C) 2004
(D) 2003
Ans-(B) 2005 সাল থেকে। ( 2005 সালের 1 লা এপ্রিল। এই ব্যবস্থা প্রথম চালু করেন ইংল্যান্ডে দীনেশ হেঁয়ালি 1974 সালে)। 

81. ২০১৯-২০২০ সালের অন্তর্বর্তী বাজেট সংসদে কে পেশ করেন?
(A) নির্মলা সীতারমন
(B) পীযুষ গোয়েল
(C) রাষ্ট্রপতি
(D) অরুন জেটলি
Ans-(B) পীযুষ গোয়েল (২০১৯-২০২০ সালের পূর্ণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ) 

82. ২০১৯-২০২০ সালের অন্তর্বর্তী বাজেটে কত লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোন ইনকাম ট্যাক্স না দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে?
(A) ৩ লক্ষ
(B) ৫ লক্ষ
(C) ৭ লক্ষ
(D) ৪ লক্ষ
Ans-(B) ৫ লক্ষ (আগে এই সীমা ছিল ২.৫ লাখ ) 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.