সিনেমা বিষয়ক কারেন্ট অ্যাফেয়ার (জিকে) ২০১৮

1. ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’ (জাতীয় চলচিত্র পুরস্কার) কতসালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৫৪
B. ১৯৫২
C. ১৯৭৩
D. ১৯৬৩

Ans- A. ১৯৫৪ সালে

02. ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’ কে প্রদান করেন?
A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. কোনটিই নয়
Ans-A. রাষ্ট্রপতি

03. প্রথম জাতীয় চলচিত্র পুরস্কার পান কোন অভিনেতা?
A. অমিতাভ বচ্চন
B. রাজ্ কাপুর
C. উত্তম কুমার
D. বিনোদ খান্না
Ans-C. উত্তম কুমার (১৯৬৭ সালে এন্টোনি ফিরিঙ্গি সিনেমার জন্য)

04. সবচেয়ে বেশিবার জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন কোন অভিনেতা?
A. উত্তম কুমার
B. অমিতাভ বচ্চন
C. বিনোদ খান্না
D. রাজেশ খান্না

Ans- B. অমিতাভ বচ্চন (চার বার)

05. ২০১৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন?
A. রাজেশ খান্না
B. বিনোদ খান্না
C. অমিতাভ বচ্চন
D. অক্ষয় কুমার
Ans-B. বিনোদ খান্না

06. ৬৫ তম জাতীয় চলচিত্র পুরস্কারে  কোন অভিনেত্রীকে সেরা অভিনেত্রীর পুরস্কার প্রদান করা হয়েছে?
A.ববিতা দাস
B. বিদ্যা বালন
C. রানী মুখার্জি
D. শ্রীদেবী
Ans-D. শ্রীদেবী (মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে মম সিনেমার জন্য। ইনি তামিলনাড়ুর শিবকাশিতে ১৯৬৩ সালে জন্ম নেন এবং ২৪ ফেব্রুয়ারী ২০১৮ সালে দুবাইতে মৃত্যুবরণ করেন। শ্রীদেবীকে ভারতের প্রথম মহিলা সুপারস্টার বলা হয়। )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.