Current Affairs 2019 (January – June)

Current Affairs 2019 (January to June)

31. সংবিধানের ১২৪ তম সংশোধন যে কারনে করা হয়েছে?
A. নারীদের চাকরিতে সংরক্ষণ দেওয়ার জন্য
B. পিছিয়ে পড়া গরিব জেনারেল ক্যাটাগরির লোকদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ দেওয়ার জন্য
C. রাম মন্দির গড়ার জন্য
D. প্লাস্টিক এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য

Ans.B. পিছিয়ে পড়া গরিব জেনারেল ক্যাটাগরির লোকদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ দেওয়ার জন্য

32. কোন রাজ্য প্রথম পিছিয়ে পড়া জেনারেল ক্যাটাগরির লোকদের জন্য ১০% সংরক্ষণ চালু করেছে?
A. উত্তর প্রদেশ
B. পাঞ্জাব
C. গুজরাট
D. আসাম
Ans. C. গুজরাট

33. দেশের সবচেয়ে বড় সিঙ্গেল লেন স্টিল কেবল সাসপেনশন পুল কোথায় উদ্বোধন হয়েছে?
A. তামিলনাড়ু
B. অরুণাচল প্রদেশ
C. কেরল
D. পাঞ্জাব
Ans. B. অরুণাচল প্রদেশ

34. সম্প্রতি ইসরো বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট লঞ্জ করেছে। এই স্যাটেলাইটের নাম কি?
A. ন্যানো স্যাট
B. ইসরো সুপার স্যাট
C. গান্ধী স্যাট
D. কালাম স্যাট
Ans. D. কালাম স্যাট

35.২০১৯ সালে যাঁকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে?
A. প্রণব মুখার্জি
B. ভুপেন হাজারিকা
C. নানাজী দেশমুখ
D. উপরের সবাই
Ans-D. উপরের সবাই

36. ২০১৯ সালে কতজনকে পদ্ম বিভূষণ সম্মান প্রদান করে হয়েছে?
A. ৫ জন
B. ৩ জন
C. ৭ জন
D. ৪ জন
Ans. D. ৪ জন

37. ২০১৯ সালে কতজনকে পদ্ম ভূষণ সম্মান প্রদান করে হয়েছে?
A. ১০ জন
B. ১৫ জন
C. ১৪ জন
D. ৭ জন
Ans. C. ১৪ জন

38. ২০১৮ সালে সরস্বতী সম্মান কাকে প্রদান করা হয়েছে?
A. ডক্টর কে শিবা রেড্ডি
B. সিতাংশু ইয়াশচন্দ্র
C. নীতি চৌহান
D. হর্ষ গোয়াল
Ans-A. ডক্টর কে শিবা রেড্ডি (তিনি তার কাব্যগ্রন্থ Pakkaki Ottigilite এর জন্য এই সম্মান পেয়েছেন। ২০১৭ সালে সরস্বতী সম্মান পেয়েছিলেন সিতাংশু ইয়াশচন্দ্র )

39. সরস্বতী সম্মান প্রদান করে যে সংস্থা-
A. টাটা ইনস্টিটিউট অফ আর্টস
B. ইন্ডিয়ান গভঃ
C. কে কে বিড়লা ফাউন্ডেশন
D. L&T
Ans. C. কে কে বিড়লা ফাউন্ডেশন

40. “World kurukhestra” সেনা মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে?
A. জাপান
B. লন্ডন
C. মালদ্বীপ
D. সিঙ্গাপুর
Ans.D. সিঙ্গাপুর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.