Current Affairs of the Day 27th August 2019

Today,s top Current Affairs MCQ 2019 (27 August) in Bengali. All important Current Affairs Quiz on 27 August, has included in this post.

1. কোন ব্যাংক সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সাথে মিলিত হয়ে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো?
(A) বন্ধন ব্যাংক
(B) ICICI ব্যাংক
(C) Yes ব্যাংক
(D) SBI ব্যাংক

Ans- (A) বন্ধন ব্যাংক( বন্ধন ব্যাংকের হেড কোয়ার্টার কলকাতায়। এই ব্যাংকের Founders, MD এবং CEO হলেন চন্দ্র শেখর ঘোষ। স্ট্যান্ডার্ড ব্যাংকের CEO হলেন জারিন দারুয়ালা (Zarin Daruwala)।

2. সম্প্রতি কোথায় Union Environment, Forest and Climate Change Minister Prakash Javadekar উদ্বোধন করলেন National Center for Avion Ecotoxicology ?
(A) কেরালা
(B) তামিনাডু
(C) উত্তরপ্রদেশ
(D) কর্ণাটক
Ans- (B) তামিনাডু ( সেলিম Ali Center for Ornithocology and Natural Science(SACON) in Coimbatore, Tamil Nadu. Capital Chennai)

3.সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কোথায় FSSAI এর উদ্বোধন করলেন?
(A) গুজরাটে
(B) মধ্যপ্রদেশ
(C) গাজিয়াবাদে
(D) উত্তরপ্রদেশ
Ans- (C) গাজিয়াবাদে( FSSAI এর পুরোনাম Food Safety and Standard Authority of India. এর বর্তমান চেয়ারপারসন হলেন Rita Teaotia এবং Chief Executive Officer হলেন Pawan Kumar Agarwal)।

4. সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খান কোন রেল স্টেশনের 150 বছর পূর্তি উপলক্ষে হেরিটেজ পোস্টাল স্ট্যাম্প লঞ্চ করলেন?
(A) নাভি মুম্বাই
(B) বন্দ্রা
(C) নাগপুর
(D) কানপুর
(D) নয়ডা
Ans- (B) বন্দ্রা

5. সম্প্রতি সেন্ট্রাল ভিজিলেন্সে কমিশন ব্যাঙ্কিং ফ্রডের জন্য যে 4 জন মেম্বারের অ্যাডভাইজারী বোর্ড গঠন করেছেন। তার হেড কে?
(A) ডি কে পাঠক
(C) মধুসূদন প্রসাদ
(C) সুদীপা মন্ডল
(D) টি এম ব্যাসিন
Ans- (D) টি এম ব্যাসিন( এই কমিশন গঠন করা হয়েছিলো 1964 সালের ফেব্রুয়ারি মাসে।বর্তমানে এর Chief Vigilance রয়েছেন সরোদ কুমার)।

6. ” Big Billion Startup: The Untold Flipkart Story”-বইটির লেখক কে?
(A) বিনি বনসল
(B) শচীন বনসল
(C) মিহির দালাল
(D) আর কে রেড্ডি
Ans- (C) মিহির দালাল(এটি প্রকাশিত হবে 2019 এর অক্টোবরে। ফ্লিপকার্ট কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন বিনি ও শচীন বনসল 2007 সালে এবং এর হেড কোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে)।

7. ব্রিটিশ ব্র্যান্ড প্রিক্স (মোটর সাইকেল রেশ) সম্প্রতি কে জিতলেন?
(A) আলেক্স রিন্স
(B) মার্ক মার্কেজ
(C) ম্যাভেরিক
(D) কোর্টেক্স
Ans- (A) আলেক্স রিন্স (স্পেনের)

8. হেনলি পাসফুর্ট ইনডেক্স 2019 এ ভারতের Rank কত?
(A) 84
(B) 85
(C) 86
(D) 87
Ans- (C) 86 ( আগের বছর Rank ছিল 81)।

9. সম্প্রতি প্রথম কোন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল কমপ্লিট করলো সাইকেল ইভেন্ট 1200 Km Paris Best Paris Circuit?
(A) আদিত্য পুরি
(B) অনীল পুরি
(C) ধীরেন ধানিয়া
(D) অমেলেশ কান্ত
Ans- (B) অনীল পুরি

10. 26-28 Agust Indo Pacife Chiefs of Defence(CHOD) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(A) জাপানে
(B) নিউইয়র্ক এ
(C) ওয়াসিংটন ডিসিতে
(D) ব্যাংককে
Ans- (D) ব্যাংককে ( থাইল্যান্ডে)।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

Click here to read more Current Affairs Questions

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.