Current Affairs of the Day 28th August 2019

1. দিল্লির বিখ্যাত স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পাল্টে কোন রাজনীতিবিদের নাম রাখার সিদ্বান্ত নেওয়া হল?
(A) সুষমা স্বরাজ
(B) মনোহর পরিক্কর
(C) অরুণ জেটলি
(D) শিলা দীক্ষিত

Ans- (C) অরুণ জেটলি( অরুণ জেটলি ভারতের অর্থমন্ত্রী ছিলেন(2014-2019) এবং DDCA এর প্রেসিডেন্ট ছিলেন 1999 থেকে 2013 সাল অবধি। DDCA এর হেড কোয়ার্টার দিল্লিতে। অরুণ জেটলির সময় কাল (1952-2019)।

2. সম্প্রতি ভারতের মহিলা DGP(Director General of Police) মারা গেলেন। তার নাম কি?
(A) কিরণ বেদী
(B) কাঞ্চন চৌধুরী
(C) অমৃতা চট্টপাধ্যায়
(D) অস্মিতা সেন
Ans- (B) কাঞ্চন চৌধুরী( প্রথম DGP ছিলেন( মহিলা) কিরণ বেদী)।

3. সম্প্রতি কোন সংস্থা প্রথম “First Artificial Intelligence chip” লঞ্চ করলো?
(A) Intel
(B) সামসুং
(C) সানডিক্স
(D) হাইটেক
Ans- (A) Intel ( এর নাম দেওয়া হয়েছে NNP-1 or Springhill and it is Based on a 10 Nanmetre Icc Lake Processor)।

4. সপ্তম রেডিও কমিউনিটি সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হল?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) ব্যাঙ্গালুরুর
(D) নিউ দিল্লি
Ans- (D) নিউ দিল্লি (এর থিম ছিল Community Radio for SDGs’)।

5. চতুর্থ “Internet of Things(IOT) India Congress 2019” কোথায় অনুষ্ঠিত হল?
(A) মুম্বাই
(B) বেঙ্গালুরু
(C) দিল্লি
(D) হায়দ্রাবাদ
Ans- (B) বেঙ্গালুরু( কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে।এর থিম ছিল Ministreaming the Internet of Things। কর্ণাটকের Chief Minister বর্তমানে B.S.Ydiyurappa (বিজেপির) এবং গভর্নর হলেন Vajubhai Vaia)।

6. রিজার্ভ ব্যাংক ভারত সরকারকে কত টাকা ট্রান্সফার (Dividend and Surplus Reserves) করলো?
(A) 1.76 লক্ষ কোটি টাকা
(B) 2.34 লক্ষ কোটি টাকা
(C) 1.97 লক্ষ কোটি টাকা
(D) 2.01 লক্ষ কোটি টাকা
Ans- (A) 1.76 লক্ষ কোটি টাকা( বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 লা এপ্রিল 1935 সালে কলকাতায়। এর হেড কোয়ার্টার মুম্বাইতে)।

7. ইন্ডিয়ান ব্যাংক সম্প্রতি কোন ইন্সুরেন্স কোম্পানির সাথে MOU চুক্তি স্বাক্ষর করলো?
(A) রিলান্স ইন্সুরেন্স কোম্পানি
(B) জেনারেল ইন্সুরেন্স কোম্পানি
(C) লাইফ ইন্সুরেন্স কোম্পানি
(D) Tata AIG জেনারেল ইন্সুরেন্স কোম্পানি
Ans- (D) Tata AIG জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ( Tata AIG জেনারেল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2001 সালে এই ব্যাংকের বর্তমান CEO রয়েছেন Neelesh Garg এবং এই ব্যাংকের হেড কোয়ার্টার মুম্বাইতে। অন্য দিকে Indian Bank প্রতিষ্ঠিত হয় 1907 সালে এর বর্তমান CEO আছেন Padmja Chunduru এবং এই ব্যাংকের হেড কোয়ার্টার চেন্নাইতে)।

8. 2018 সালে Tenzing Norgay National Adventure Award (Land Adventure এর জন্য) কে পেল?
(A) অপর্ণা কুমার
(B) শ্রী দীপঙ্কর ঘোষ
(C) শ্রী মনিকানন্দন K
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই

9. ভারত 1995 থেকে 2019 অবধি কত শতাংশ HIV কমাতে সক্ষম হয়েছে?
(A) 86
(B) 83
(C) 80
(D) 77
Ans- (C) 80% কমাতে সক্ষম হয়েছে(বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনজী)।

10. Artificial Intelligence(AI) and Machine Learning(ML) এর কৌশল বিকাশের জন্য Indian School of Business(ISB) কোন সংস্থার সাথে পার্টনারশিপ করলো?
(A) মাইক্রোসফট
(B) Google
(C) Oppo
(D) Nokia
Ans- (A) মাইক্রোসফট ( এই মাইক্রোসফটের বর্তমান CEO আছেন Satya Nedella এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 4th এপ্রিল 1975 সালে)।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

Click here to read more Current Affairs Questions

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.