Current Affairs Questions: 3-9 October 2019

1. সম্প্রতি T-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম 100 রান করলো খডকা। ইনি কোন দেশের প্লেয়ার?
(A) আফগানিস্তানের
(B) নেপালের
(C) সংযুক্ত আরব আমিরাতের(AUE)
(D) জিম্বাবুয়ের

Ans- (B) নেপালের
( ইনি সিঙ্গাপুরের বিরুদ্ধে 52 বলে 106 রান করেন।
নেপালের রাজধানী কাঠমান্ডু
প্রধানমন্ত্রী : কে.পি.শর্মা ওলি
সংসদ : রাষ্ট্রীয় পঞ্চায়েত
মুদ্রা : রুপিয়া
প্রেসিডেন্ট/ রাষ্ট্রপতি : বিদ্যাদেবী ভান্ডারী)

2. সম্প্রতি গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে নেপাল কেন্দ্রীয় ব্যাংক কতো গুলি নতুন মুদ্রা চালু করলো?
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 6 টি
Ans- (A) 3 টি
( গুরু নানকের 550 তম জন্মবার্ষিকী উপলক্ষে নেপাল কেন্দ্রীয় ব্যাংক 100, 1000, 2500 এই তিন ধরনের মুদ্রা চালু করলো।

3. সম্প্রতি DRDO কোথায় “ব্রম্মস সুপারসনিক মিসাইল”- সফলভাবে পরীক্ষা করলো?
(A) ব্যাঙ্গালোরের
(B) সিকিমে
(C) উড়িষ্যাতে
(D) উত্তরাখণ্ডে
Ans- (C) উড়িষ্যাতে
(উড়িষ্যার চাঁদপুরে)
উড়িষ্যার রাজধানীর নাম : ভুবেনস্বর
মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক
রাজ্যপাল : গনেশী লাল
বর্তমানে  বিজু জনতা দল ক্ষমতায় রয়েছেন (নবীন পাট্টানায়ক)।

4. সম্প্রতি কাকে ” Press Information Bureau”- (PBI)এর Director General -করা হলো?
(A) কে.এস.ধাতবলিয়াকে
(B) বিজয় কুমার চোপড়াকে
(C) অগ্নিশ কুমারকে
(D) ধীরেন বাগচীকে
Ans- (A) কে.এস.ধাতবলিয়াকে
(Press Information Bureau (PIB) স্থাপিত হয় 1919 সালে
হেডকোয়ার্টার : নিউ দিল্লি
**Press Trust of India (PTI) এর ডিরেক্টর জেনারেল হলেন বিজয় কুমার চোপড়া)।

5. সম্প্রতি ” Russian Grand Prix 2019 F1″- কে জিতলেন?
(A) ম্যাক্স ভেস্টরাপিন
(B) চার্লস লেককর
(C) লুইস হ্যামিল্টন
(D) ডেভিড ওরাম ক্যইস
Ans- (C) লুইস হ্যামিল্টন
( এই নিয়ে তিনি 9 বার Russian Grand Prix F1 জিতলেন।
রাশিয়ার রাজধানী : মস্কো
প্রধানমন্ত্রী : দিমিত্রি মেদভেদেব
রাষ্ট্রপতি : ভ্লাদিমির পুতিন
মুদ্রা : রাশিয়ান রুবেল ( রাশিয়ার 1 রুবেল = ভারতের 1.10 টাকা)।

6. ” President of India Prize 2019″- পেলেন কে ?
(A) ধানু রাও
(B) কবিতা গোপাল
(C) গোপাল চট্টোপাধ্যায়
(D) মুনিশ গুপ্ত
Ans- (B) কবিতা গোপাল

7. সম্প্রতি কাকে “MP Birala Memorial Awarad”- দেওয়া হলো?
(A) রাজীব খান্নাকে
(B) পি শর্মাকে
(C) সি কে ভাল্লা
(D) থানু পদ্মানভান
Ans- (D) থানু পদ্মানভান
( ইনি হলেন একজন Scientist. এই পুরস্কারটি দেওয়া হয় 1993 সাল থেকে)

8. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারতে এলেন?
(A) নেপালের
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
(C) বাংলাদেশের
(D) চীনের

Ans-(C) বাংলাদেশের
( 4 ঠা অক্টোবর 2019 ভারতে আসেন।

9. সম্প্রতি কাকে পশ্চিমবঙ্গের Chief Secretary হিসেবে নিযুক্ত করা হলো?
(A) রাজীব হায়দারকে
(B) রাজীব সিনহাকে
(C) রাজীব কুমারকে
(D) মুকন্দরাম রাউৎ কে
Ans- (B) রাজীব সিনহাকে

10. সম্প্রতি ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি মারা গেলেন। তার নাম কি ?
(A) রীতা
(B) মিতা
(C) গীতা
(D) রমা
Ans-(A) রীতা
( এই শিম্পাঞ্জিটি 59 বছর বয়সে দিল্লির চিড়িয়াখানায় মারা গেলেন। সাধারণতঃ শিম্পাঞ্জিরা 49-50 বছরের মধ্যে মারা যায়। এই শিম্পাঞ্জিটি ছিলো এশিয়ার সবচেয়ে বয়ষ্ক শিম্পাঞ্জি)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.