Today,s Top Current Affairs 23 August 2019

Read Today,s most important Current Affairs Quiz, 23 August 2019 in Bengali.

1. সম্প্রতি কোন রাজ্য ” সারবেট সেহেত বীমা যোজনা” ( Sarbat Sahet Yojana) নামক একটি স্কিম চালু করলো?
(A) রাজস্থান
(B) পশ্চিমবঙ্গ
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

Ans- (C) পাঞ্জাব ( এটি একধরনের স্বাস্থ্য বীমা যোজনা এতে 46 লক্ষ ফ্যামিলি উপকৃত হবে। প্রত্যেক বছর 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা করা যাবে)।

2. কোন কোম্পানি B.C.C.I. এর সঙ্গে চুক্তিবদ্ধ হলো যে তারা প্রত্যেক ম্যাচে 3.8 কোটি টাকা করে India’s Title Sponsors হিসাবে দেবে?
(A) Phone Pe
(B) PayTm
(C) Google
(D) Oppo
Ans- (B) PayTm ( PayTm এর ফাউন্ডার হলো শেখর শর্মা এবং PayTm এর CEO হলো রেনু শেট্টি)।

3. কোন দিন ফ্রান্স প্রথম রাফায়েল দেবে ভারতকে ?
(A) 17 ই সেপ্টেম্বর
(B) 18 ই সেপ্টেম্বর
(C) 19 সে সেপ্টেম্বর
(D) 20 ই সেপ্টেম্বর
Ans- (D) 20 ই সেপ্টেম্বর ২০১৯ ( সেইদিন উপস্থিত থাকবেন এয়ারফোর্সের Chief বি এস ধানোয়া এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এই বিমান গুলি রাখা হবে হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারাতে)।

4. সম্প্রতি নিচের কোন প্রাক্তন ভারতীয় অর্থ মন্ত্রী ঘুষ কাণ্ডে যুক্ত থাকার সন্দেহে CBI দ্বারা গ্রেফতার করা হয়েছে?
(A) পি. চিদাম্বরম
(B) অরুণ জেটলি
(C) মনমোহন সিং
(D) রিতেশ তেওরী
Ans- (A) P. চিদাম্বরম

5. বর্তমানে ভারতের ডিফেন্স সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হলো?
(A) সুশীল চৌধুরী
(B) রোহিত বাজাজ
(C) অজয় কুমার
(D) শশাঙ্ক সাকসেনা
Ans- (C) অজয় কুমারকে ( 1985 ব্যাচের IAS অফিসার ছিলেন)।

6. সম্প্রতি কোন দেশের পুরুষ ও মহিলা হকি দল টোকিওতে অলিম্পিক টেস্ট ইভেন্ট জিতলো?
(A) ভারত
(B) চীন
(C) পাকিস্তান
(D) অস্ট্রেলিয়া
Ans- (A) ভারত

7. কোন দিনটি ” International Day Of Remenbrance and Tribute To The Victims Of Terrorism” পালন করা হলো?
(A) 18 ই আগস্ট
(B) 29 এ আগস্ট
(C) 22 এ আগস্ট
(D) 21 এ আগস্ট
Ans- (D) 21 এ আগস্ট

8. কোন দিনটি ” International Day Commemorating The Victims of acts of Violence Based on Religion or Belief” পালন করলো?
(A) 20 ই আগস্ট
(B) 21 এ আগস্ট
(C) 22 এ আগস্ট
(D) 23 এ আগস্ট
Ans- (C) 22 এ আগস্ট

9. সম্প্রতি ” পুশকিন পদক 2019″ কে পেলেন?
(A) ডঃ সুমিতা সাকসেনা
(B) প্রফেসর মিতা নারায়ণ
(C) সুশীল চৌধুরী
(D) দেবশ্রী চৌধুরী
Ans- (B) প্রফেসর মিতা নারায়ণ ( জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অধ্যাপিকা। এটি রাশিয়া থেকে দেওয়া ভারতীয় স্কলারের সর্বোচ্চ সম্মান)।

10. সম্প্রতি কোন দেশ রেলওয়ে ব্যবস্থাকে উন্নত করার জন্য 160 মিলিয়ন U.S. ডলার এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক থেকে লোন নিলো?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) পাকিস্তান
Ans- (C) শ্রীলংকা ( এশিয়ান ডেভলপমেন্টের সদর দপ্তর ফিলিপিন্সের মানালিতে)।

Most important Current Affairs 2019 (January to June)

আমাদের Telegram Group এ যুক্ত হন এখানে ক্লিক করে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.