Today,s Current Affairs 24 August 2019

Read most important Current Affairs of the day 24 August 2019 in Bengali. All important events are included here with description.

1. সম্প্রতি ভারতের হোম সেক্রেটারি পদে কে নিযুক্ত হলো?
(A) রাজীব গাবা
(B) অজয় কুমার
(C) অজয় কুমার ভালা
(D) সঞ্জয় মিত্র

Ans- (C) অজয় কুমার ভালা (Cabinet Secretory Rajiv Gauba এবং হোম মিনিস্টার হলেন অমিত শাহ)।

2. সম্প্রতি FATF Asia-Pacific Group কোন দেশকে ব্ল্যাক লিস্টে ফেললো?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) ইসরাইল
(C) ইরান
Ans- (B) পাকিস্তান ( FATF এর সদর দপ্তর বা Head কোয়াটার ফ্রান্সের প্যারিসে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক আর্থিক দুর্নীতি বিষয়ক কমিটি “ফিনান্সিয়াল একশন টাক্স ফোর্স”(FATF) এদিন কালো তালিকাভুক্ত দেশের তালিকায় পাকিস্তানকে একেবারে নীচে নামিয়ে দিলো। সংস্থার গাইডলাইন মেনে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই পাকিস্তানের এই অধঃগমন বলে জানানো হয়েছে)।

3. সম্প্রতি টিম ইন্ডিয়া(ক্রিকেট) এর ব্যাটিং কোচ কে হলেন?
(A) অজয় জাদেজা
(B) রিকি পন্টিং
(C) সঞ্জয় বাঙ্গার
(D) বিক্রম রাঠোর
Ans- (D) বিক্রম রাঠোর ( বোলিং কোচ ভরত অরুণ। ফিল্ডিং কোচ R. সিদ্ধার্থ। Head কোচ রবি শাস্ত্রী)।

4. মার্কিন পত্রিকা Forbes এর বিচারে সবচেয়ে বেশি ইনকামের দিক থেকে কোন ভারতীয় অভিনেতা বিশ্বের সমস্ত অভিনেতাদের মধ্যে 4 No স্থান দখল করলো?
(A) শাহরুখ খান
(B) আমির খান
(C) অক্ষয় কুমার
(D) রণবীর কাপুর
Ans- (C) অক্ষয় কুমার( Per year $ 66 মিলিয়ন। প্রথম স্থানে রয়েছে ডেনিয়ন জনসন $ 89.4 মিলিয়ন)।

5. সম্প্রতি World Wildlife Fund ( WWF) India সংস্করণের জন্য কার সাথে পার্টনারশিপ করলো?
(A) UNO
(B) UNDP
(C) ডিসকভারি ইন্ডিয়া
(D) National Geography
Ans- (C) ডিসকভারি ইন্ডিয়া

6. সম্প্রতি কোন দেশ ” Bavar-373″ নামে একটি মিসাইল লঞ্চ করলো?
(A) ইরান
(B) পাকিস্তান
(C) সিরিয়া
(D) জাপান
Ans- (A) ইরান ( রাজধানী তেহেরান। মুদ্রার নাম রিয়াল। ইরানের President হাসান বরোয়ানী)।

7. সম্প্রতি কোন দেশ প্রথম তাদের Humanoid Robot (যার নাম Fedor) স্পেস লঞ্চ করলো মহাকাশে?
(A) ইরাক
(B) ইরান
(C) রাশিয়া
(D) জাপান
Ans- (C) রাশিয়া ( Fedor এর পুরো নাম Final Experimental Demonstration Object Rescarch. রাশিয়ার প্রেসিডেন্ট এর নাম ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী Dimitry Medvedev)। রাশিয়ার মুদ্রার নাম রুবেল

8. সম্প্রতি Acko General Insurance যার সাথে পার্টনারশিপ করে ক্রেডিট কার্ড লঞ্চ করলো কে ?
(A) SBI
(B) LIC
(C) IDBI
(D) LestMoney
Ans- (D) LestMoney ( Acko General Insurance এর CEO হলেন Varun Dua এবং LestMoney এর CEO হলেন Lizzia Chapman)।

9. সম্প্রতি আমাদের HRD(Human Resource Development)মিনিস্টার একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করলো, তার নাম কি?
(A) PARAKAM
(B) NISHTHA
(C) PRABAL
(D) ATOLJI
Ans- (B) NISHTHA ( Nishtha এর পুরো নাম National Inititive for School Heads and Teachers Holistic Advacement. এটি একটি শিক্ষা বিষয়ক সংস্থা। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে)

10. ভারতের ” ফিট ইন্ডিয়া মুভমেন্ট” Campaign চালানো হবে 2019 এ। এর শুভ সূচনা কে করবেন?
(A) ভারতের প্রধানমন্ত্রী
(B) স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী
(C) অরুণ জেটলি
(D) সুপ্রিমকোর্টের বিচারপতি
Ans- (A) ভারতের প্রধানমন্ত্রী ( আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 28 জন সদস্যকে নিয়ে গঠিত হবে এই কমিটি এর Head করা হবে স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজুকে )।

11. মহারাষ্ট্রের “Tribal Development in Association With the pace Education Trust”- সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করলো?
(A) Supper 100
(B) Supper 60
(C) Supper 50
(D) Supper 40

Ans- (C) Supper 50 ( এটা একাডেমিক প্রোগ্রাম এতে ছাত্র ছাত্রীদের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এ আগ্রহী করে তুলবে)।

12.” Big Billion Startup”- এই বইটি অক্টোবর 2019 এ রিলিজ করবে কোন কোম্পানি?
(A) ফিলিপকার্ট
(B) Google
(C) Oppo
(D) Amazzon
Ans- (A) ফিলিপকার্ট ( ফিলিপকার্ট এর ফাউন্ডার ছিলেন শচীন বনসল ও CEO ছিলো বিনি বনসল। এই বইটি তে এই কোম্পানি কিভাবে গড়ে উঠল এবং তার শেষ হওয়ার ইতিহাস রয়েছে। তোমরা হয় তো প্রত্যেকে জানো ফ্লিপকার্ট এর 70% শেয়ার বিক্রি হয়ে গেছে)।

13. HDFC ব্যাংক এর CFO (চিফ ফিনান্সিয়াল অফিসার) কাকে নিযুক্ত করা হলো?
(A) অমর সিং
(B) শ্রীমান ওডেকার
(C) শ্রীনিবাস বৈদ্যনাথন
(D) অমৃত পাতেওঁলা
Ans- (C) শ্রীনিবাস বৈদ্যনাথন ( এর ম্যানেজিং ডিরেক্টর হল আদিত্য পুরি)

14. সম্প্রতি কে ” Clark Bavin” পরুস্কার 2019 পেলো ?
(A) সঞ্জয় মিত্র
(B) আমজাদ হোসেন চৌধুরী
(C) অনন্যা রাঠোর
(D) বিবেক মেনন
Ans- (D) বিবেক মেনন( দিল্লির Conservation Wildlife Trust এর Head অফিসার ছিলেন)।

January to June 2019 Most important Current Affairs

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রূপ এখানে ক্লিক করে 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.