ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

31. নিন্মের কোন ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে ?
(A) সোডিয়াম
(B) ক্যালসিয়াম
(C) পটাসিয়াম
(D) উপরের সবগুলিই

Ans-(D) উপরের সবগুলিই
(সোডিয়াম,ক্যালসিয়াম, পটাসিয়াম এই ধাতু গুলি খুবই Reactive (বিক্রিয়াশীল) হয়)।

32. নীচের ধাতুটি গরম জলের সাথে বিক্রিয়া করে?
(A) সোডিয়াম
(B) ক্যালসিয়াম
(C) পটাসিয়াম
(D) ম্যাগনেসিয়াম
Ans-(D) ম্যাগনেসিয়াম
(এর থেকে বোঝা যায় ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়াম,ক্যালসিয়াম, পটাসিয়াম অনেক বেশি বিক্রিয়াশীল (Reactive)।

33. ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সোডিয়াম করে।এর থেকে নীচের কোনটি প্রমাণিত হয়?
(A) ম্যাগনেসিয়াম ইলেকট্রন বেশি দেয়।
(B) সোডিয়াম নেগেটিভ আয়ন তৈরি করে।
(C) ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়াম অনেক বেশি Reactive
(D) সোডিয়াম অত্যন্ত হালকা হয়
Ans-(C) ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়াম অনেক বেশি Reactive
(সোডিয়াম ছাড়াও ক্যালসিয়াম,পটাসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে)।

34. ঠান্ডা এবং গরম কোনো জলের সাথেই বিক্রিয়া করে না নিন্মের কোন ধাতুটি?
(A) অ্যালুমিনিয়াম
(B) জিঙ্ক
(C) কপার
(D) Both A & B
Ans-(D) Both A & B

35. অ্যালুমিনিয়াম নীচের কোনটির সাথে বিক্রিয়া করে?
(A) জলীয়বাষ্পের সাথে
(B) ঠান্ডা জলের সাথে
(C) গরম জলের সাথে
(D) উপরের কোনোটিই নয়
Ans-(A) জলীয়বাষ্পের সাথে (Steam)
(জিঙ্ককেও বিক্রিয়া করাতে গেলে Steam (জলীয়বাষ্প) ব্যবহার করতে হয়।
* এদের অত্যন্ত বেশি গরম দিলেই তবেই কিন্তু এরা Reactive হয়।
* আর একটা জিনিস মাথায় রাখবে তপ্ত লোহার রডও অত্যন্ত গরম না দিলে বিক্রিয়া করে না।অর্থাৎ তপ্ত লোহার রডের ক্ষেত্রেও Steam ব্যবহার করতে হয়)।

36. নিন্মের ধাতু গুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি Reactivity?
(A) সোডিয়াম
(B) পটাসিয়াম
(C) অ্যালুমিনিয়াম
(D) জিঙ্ক
Ans-(B) পটাসিয়াম (K)
(পটাসিয়াম ছাড়াও যে সব ধাতু গুলি যথেষ্ট বিক্রিয়াশীল (Reactivity) সে গুলি হলো – সোডিয়াম (Na), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), অ্যালুমিনিয়াম (Al), জিঙ্ক (Zn), লোহা (Fe), টিন (Sn), লেড (Pb), হাইড্রোজেন (H), কপার (Cu), পারদ (Hg), সিলভার (Ag) এবং গোল্ড (Au)।
* এখানে একটা কথা মাথায় রাখবে যে সব ধাতু গুলি Reactivity Series অনুযায়ী হাইড্রোজেনের নীচে থাকে তারা কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না।যেমন- কপার (Cu), পারদ (Hg), সিলভার (Ag), and গোল্ড (Au)।

37. জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
(A) কপার সালফেট এবং জিঙ্ক
(B) সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট
(C) জিঙ্ক সালফেট এবং কপার
(D) কপার নাইট্রেড এবং জিঙ্ক সালফেট
Ans-(C) জিঙ্ক সালফেট এবং কপার
(Zn + CuSo4 (কপার সালফেটের জলীয় দ্রবণ)
*CuSo4 +Zn–ZnSo4 + Cu
(Blue) (Colour Less)
(এখানে একটা মাথায় রাখবে জিঙ্ক সালফেটের সাথে কপারের কখনোই বিক্রিয়া হবে না।অর্থাৎ উপরের বিক্রিয়াটি উল্টে দিলে আর বিক্রিয়া হবে না এটা হয় Reactivity Series এর জন্য)।

38. কপার সালফেট এবং লোহার বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?
(A) কপার সালফেট এবং আয়রন
(B) আয়রন সালফেট এবং কপার
(C) ফসফিউরিক সালফেট এবং কপার
(D) নাইট্রেট সালফেট
Ans-(B) আয়রন সালফেট এবং কপার
(CuSo4+Fe — FeSo4+Cu
(Blue) (Green)
এখানে মনে রাখবে লোহার সালফেটের সাথে কপারের কখনোই বিক্রিয়া হবেনা।অর্থাৎ উপরের বিক্রিয়াটি উল্টে দিলে আর বিক্রিয়া হবেনা।এটা হয় Reactivity Series এর জন্য।
* এককথায় বলা যায় লোহা কপার সালফেটের থেকে কম বিক্রিয়াশীল।
* Reactivity Series in decreasing order K> Na> Ca> Mg> Al> Zn> Fe> Sn> Pb> (H)> Cu> Hg> Au)।

39. সিলভার নাইট্রেট ও কপারের বিক্রিয়ায় নিন্মের কোনটি উৎপন্ন হয়?
(A) কপার নাইট্রেট
(B) কপার সালফেট
(C) ফসফিউরিক সালফেট এবং কপার
(D) নাইট্রেট সালফেট
Ans-(A) কপার নাইট্রেট
(AgNO3+Cu –CuNO3+Ag)

40. নিন্মের কোনটি প্রশম অধাতব অক্সাইড?
(A) কার্বন মনোক্সাইড (Co)
(B) জল (H2O) & ডাইনাইট্রোজেন মনোক্সাইড (N2O)
(C) নাইট্রোজেন মনোক্সাইড (NO)
(D) উপরের সবগুলিই
Ans-(D) উপরের সবগুলিই
(সাধারণত অধাতব অক্সাইড গুলি প্রশম হতে পারে এর Best Example হলো কার্বন মনোক্সাইড (Co)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.