ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

81. নিন্মের কোনটি সমযোজী কঠিন যৌগের উদাহরণ?
(A) গ্লুকোজ & সুগার
(B) ইউরিয়া
(C) ন্যাপথলিন
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(একটা কথা মাথায় রাখবে সমযোজী যৌগগুলি সাধারণত তরল বা গ্যাসীয় হয়)।

82. সমযোজী যৌগগুলি তড়িৎ পরিবহন করতে পারে না।কেনো?
(A) এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না
(B) এদের মধ্যে ফ্রী আয়ন থাকে
(C) এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে
(D) উপরের সবকটিই
Ans-(A) এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না
(মনে রাখবে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে।কারণ এটা হলো ব্যতিক্রমধর্মী যৌগ)।

83. ন্যাপথলিন একটি সমযোজী যৌগ।এই ন্যাপথলিন নিন্মের কিসে দ্রবীভূত হয়?
(A) কেরোসিনে
(B) জলে
(C) ইথারে
(D) জলীয় বাষ্পে
Ans-(C) ইথারে
(মনে রাখবে তড়িৎ যোজী যৌগগুলো জলে দ্রবীভূত হয়, অন্যকোনো জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না।উল্টো হচ্ছে সমযোজী যৌগগুলো এরা জলে দ্রবীভূত হয় না,এরা দ্রবীভূত হয় ইথার, কেরোসিন ইত্যাদিতে)

84. কোনো মৌলের পরমাণু সংখ্যা 19 হলে তাহলে সেটির Positive আয়নে কতগুলি ইলেকট্রন থাকবে?
(A) 19 টি
(B) 18 টি
(C) 20 টি
(D) 21 টি
(B) 18 টি
Ans-(K L M N
2 8 8 1
* শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকে সেটা বর্জন করবে।ও ওটা বর্জন করার ফলেই কিন্তু Positive Ion -এ পরিণত হবে।আমরা জানি যে Positive Ion হতে গেলে ইলেকট্রন বর্জন করতেই হবে।* তাহলে যৌগটির Positive Ion হবে 2 + 8 + 8 = 18)।

85. কোনো মৌলের পরমাণু সংখ্যা 17 হলে,সেটির নেগেটিভ আয়নে কতগুলি ইলেকট্রন থাকবে?
(A) 19 টি
(B) 17 টি
(C) 20 টি
(D) 18 টি
Ans-(D) 18 টি
(2 + 8 + 7 = 17
আমরা জানি যে Negative Ion সব সময় ইলেকট্রন গ্রহণ করে।তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে 2 + 8 + 8 = 18 (কারণ ও শেষ কক্ষপথের 7 টি ইলেক্ট্রনের সাথে 1 টি ইলেকট্রন যোগ করলে ওর ইলেকট্রন সংখ্যা 17 থেকে বেড়ে হয় 18টি)।

86.চারটি মৌল A, B, C, D যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10, 12 কোন দুটি মৌল এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন তৈরি করবে?
(A) A & C
(B) B & C
(C) D & C
(D) B & D
Ans-(D) B & D

87. নীচের কোনটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না?
(A) NaCl
(B) CCl4
(C) MgCl2
(D) CaCl2
Ans-B) CCl4 (কার্বন টেট্রা ক্লোরাইড)
(কার্বন টেট্রা ক্লোরাইড বাদে বাকী সবগুলি তড়িৎযোজী যৌগ, আর CCl4 (কার্বন টেট্রা ক্লোরাইড) হলো সমযোজী যৌগ)।

88. তিনটি মৌল হল যাদের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস হলো X = 2,
Y = 2,8,7, Z = 2,8,2 নিচের কোনটি সত্য?
(A) X হচ্ছে একটি ধাতু
(B) Y হচ্ছে একটি ধাতু
(C) Z একটি অধাতু
(D) Y একটি অধাতু কিন্তু Z একটি ধাতু
Ans-(D) Y একটি অধাতু কিন্তু Z একটি ধাতু

89. একটি কার্বন পরমাণু কতগুলি ইলেকট্রন শেয়ার করে দুটি অক্সিজেন পরমাণুর সাথে CO2 অনু গঠন করার সময়?
(A) 1 টি
(B) 2 টি
(C) 3 টি
(D) 4 টি
Ans-(D) 4 টি
(4টে ইলেকট্রন কিন্তু একটা অক্সিজেন পরমাণু দেয় কার্বন পরোমানুকে যাতে CO2 গঠন হতে পারে)।

90. কার্বন টেট্রা ক্লোরাইডের সংকেত কি?
(A) CCl4
(B) CaCl4
(C) Ca3Cl4
(D) Cl4
Ans-(A) CCl4

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.