ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

11. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
(A) সোনা
(B) রুপো
(C) তামা
(D) ব্রোঞ্জ

Ans-(A) সোনা
(সোনা ও রুপো হলো সবচেয়ে নমনীয় ধাতু।তবে নমনীয়তার বিচারে সোনার পরেই রুপোর স্থান)।

12.মিষ্টি সাঁজাতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) ব্রোঞ্জের ফয়েল
(B) তামার ফয়েল
(C) রুপোর ফয়েল
(D) অ্যালুমিনিয়ামের ফয়েল

Ans-(C) রুপোর ফয়েল (Silver Foil)

13.বিস্কুট, চকলেট, সোডিয়াম, সিগারেট ইত্যাদি প্যাক করতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) ব্রোঞ্জের ফয়েল
(B) তামার ফয়েল
(C) রুপোর ফয়েল
(D) অ্যালুমিনিয়ামের ফয়েল

Ans-(D) অ্যালুমিনিয়ামের ফয়েল
(কারণ অ্যালুমিনিয়ামের ফয়েল দ্রব্যের সতেজ ভাবটা ধরে রাখে এবং অক্সিডাইজেশন থেকে বাঁচায়)।

14.তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী ধাতু কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল

Ans-(B) সিলভার
(এখানে একটা কথা মাথায় রাখবে সিলভার কিন্তু তড়িৎ -এর ক্ষেত্রেও সবথেকে সুপরিবাহী ধাতু)।

15.তাপের সবথেকে কুপরিবাহী ধাতু নিন্মের কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল

Ans-(A) সিসা বা লেড

16.তড়িৎ -এর ক্ষেত্রে সবথেকে ভালো সুপরিবাহী ধাতু নিন্মের কোনটি?
(A) সিসা বা লেড
(B) সিলভার
(C) সোনা
(D) নিকেল

Ans-(B) সিলভার

17.ইলেকট্রিক তার কে Cover করতে কি ব্যবহার করা হয়?
(A) গ্যালভানো মিটার
(B) গ্যালভাইজেশন মিটার
(C) পলিভিনাইল ক্লোরাইড (PVC)
(D) অক্সিডাইজেশন

Ans-(C) পলিভিনাইল ক্লোরাইড (PVC)
(এটা এই জন্য ব্যবহার করা হয় যাতে Current Pass out না হতে পারে।এই পলিভিনাইল ক্লোরাইডের জন্যই আমাদের হাতে Current লাগে না।
* ধাতু এবং অধাতুর মিশ্রনে তৈরি হয় পলিভিনাইল ক্লোরাইড)।

18.লোহার গলনাঙ্ক কত?
(A) 1136° সেলসিয়াস
(B) 1235° সেলসিয়াস
(C) 990° সেলসিয়াস
(D) 1535° সেলসিয়াস

Ans-(D) 1535° সেলসিয়াস

19.”Liquid Metal”- বলা হয় কোন ধাতু কে?
(A) ব্রোমিনকে
(B) পারদকে
(C) সিলিকনকে
(D) ম্যানেসিয়ামকে

Ans-(B) পারদকে
(পারদ Normal অবস্থায় Liquid হয়।এই কারণে পারদকে “Liquid Metal”- বলা হয়।
* মাথায় রাখবে পারদের গলনাঙ্ক অত্যন্ত কম।পারদের গলনাঙ্ক হলো 38.9° সেলসিয়াস)।

20.নীচের ধাতু গুলোর মধ্যে কোনটির গলনাঙ্ক কম?
(A) সোডিয়াম
(B) পটাসিয়াম
(C) গ্যালিয়াম
(D) সিজিয়াম

Ans-(D) সিজিয়াম
(উপরের সব ধাতু গুলির গলনাঙ্ক অত্যন্ত কম, তবে সবচেয়ে গলনাঙ্ক কম হলো সিজিয়ামের)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.