ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

101. জিঙ্ক আকরিক ক্যালামাইনকে কি পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়?
(A) রোস্টিং পদ্ধতিতে
(B) ক্যালসিনেশন পদ্ধতিতে
(C) ক্যালামাইন পদ্ধতিতে
(D) থার্মাইট পদ্ধতিতে

Ans-(B) ক্যালসিনেশন পদ্ধতিতে
(ক্যালসিনেশন পদ্ধতিতে কার্বনেট ব্যবহার করা হয়)।

102. জিঙ্ক ব্লেন্ডকে কোন পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়?
(A) রোস্টিং পদ্ধতিতে
(B) ক্যালসিনেশন পদ্ধতিতে
(C) ক্যালামাইন পদ্ধতিতে
(D) থার্মাইট পদ্ধতিতে
Ans-(A) রোস্টিং পদ্ধতিতে
(রোস্টিং পদ্ধতিতে সালফাইডকে ব্যবহার করা হয়)।

103. ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম এদেরকে কার্বন দিয়ে Reduce বা নিষ্কাশন করা যায় না।তবে কোন পদ্ধতিতে এদেরকে নিষ্কাশন করা হয়?
(A) ক্যালামাইন দিয়ে
(B) সালফাইড দিয়ে
(C) অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে
(D) কার্বনেট দিয়ে
Ans-(C) অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে
(ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামের যে আকরিক তাদেরকে কার্বন দিয়ে Reduce করা যায় না।একমাত্র করা যায় অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে।
* আর অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে তুমি যদি মেটাল অক্সাইডে পরিণত করো অর্থাৎ মেটাল অক্সাইড তৈরি করতে তুমি যদি অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করো তখন যে মেটাল নিষ্কাশন পদ্ধতি হবে তাকে বলা হয় ” থার্মাইট রিয়াকশন”)।

104. নিষ্কাশিত ধাতুকে পরিশুদ্ধ করার জন্য নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) Electrolysis
(B) Electrolysis Refining
(C) Markari
(D) Cenebar
Ans-(B) Electrolysis Refining (ইলেক্ট্রোলাইসিস রিফাইনিং)
(ইলেক্ট্রোলাইসিস রিফাইনিং পদ্ধতিতে অপরিশুদ্ধ ধাতুকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এবং পরিশুদ্ধ ধাতুর পাতলা অংশ ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়)।

105. লোহার উপর মরিচা (Rusting of Iron) তৈরি হয় কিসের জন্য?
অথবা :- হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি করতে গেলে নিন্মের কোনটি প্রয়োজন?
(A) জল
(B) বায়ু
(C) অক্সাইড
(D) Both A & B
Ans-(D) Both A & B
(একটা জিনিস তোমরা মাথায় রাখবে মরিচা পড়ার জন্য জল এবং বায়ু দুটোর উপস্থিতিই প্রয়োজন।দুটোর একটা যদি না থাকে তাহলে কিন্তু মরিচা তৈরি হবে না।শুধু জলের জন্যও হবেনা আবার শুধু বায়ুর জন্যও হবেনা।অর্থাৎ জল এবং বায়ু দুটোরই উপস্থিতি প্রয়োজন হাইড্রেটেড আয়রন তৈরি হতে গেলে)।

106. গ্যালভাইজেশন পদ্ধতি কিসের জন্য ব্যবহার করা হয়?
অথবা :- গ্যালভাইজেশন পদ্ধতিতে কোন মেটালটাকে ব্যবহার করা হয়?
(A) জিঙ্কের প্রলেপ দেবার জন্য
(B) তামার প্রলেপ দেবার জন্য
(C) সিসার প্রলেপ দেবার জন্য
(D) উপরের সবকটিই
Ans-(A) জিঙ্কের প্রলেপ দেবার জন্য
(এখানে মাথায় রাখবে লোহায় যে মরিচা (Rusting) পরে তা থেকে লোহাকে রক্ষার জন্য গ্যালভাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়।কারণ জিঙ্কের প্রলেপ লোহাকে জল এবং বাতাসের সংস্পর্শ থেকে বাঁচায়।
* লোহাকে Rusting থেকে বাঁচাবার জন্য জিঙ্কের প্রলেপ ছাড়াও আবার “ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়”)।

107. ক্রোমিয়াম, নিকেল এবং লোহা এক সঙ্গে মিশ্রিত হয়ে নিন্মের কোন মিশ্র ধাতুটি উৎপন্ন করে?
(A) থার্মাইট
(B) স্টেনলেস স্টিল
(C) গ্যালভ্যাক্সিল
(D) হাইড্রেটেড অক্সাইড
Ans-(B) স্টেনলেস স্টিল
(এখানে একটা কথা মনে রাখবে স্টিল তৈরি হয় কিন্ত কার্বন আর লোহার মিশ্রণে কিন্ত স্টেনলেস স্টিল অর্থাৎ মরিচা হবেনা এমন স্টিল তৈরি হয় কিন্তু ক্রোমিয়াম, নিকেল এবং লোহার মিশ্রণে)।

108. অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নিন্মের কোনটি তৈরি করে?
(A) অ্যালুমিনিয়াম ডাই-অক্সাইড
(B) অ্যালুমিনিয়াম অক্সাইড
(C) অ্যালুমিনিয়াম বাই-কার্বনেট
(D) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
Ans-(B) অ্যালুমিনিয়াম অক্সাইড
(অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে যা অ্যালুমিনিয়ামকে বাঁচায়।এই পদ্ধতিতে অ্যালুমিনিয়াম রক্ষাকে বলা হয় – “অ্যানোডাইজিং”(Anodising)।

109. বেসিক (ক্ষারীয়) কপার কার্বনেট দেখতে কেমন হয়?
(A) নীলাভ রঙের
(B) সবুজ রঙের
(C) কালচে রঙের
(D) হলুদ রঙের
Ans-(B) সবুজ রঙের

110. যখন রুপোর পাত্র বা রুপো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন নীচের কোনটি উৎপন্ন হয়?
(A) NHO4
(B) H2SO3
(C) Ag2S
(D) FeSO4
Ans-(C) Ag2S (সিলভার সালফাইড)

111. রুপোর পাত্র বহুদিন ধরে পরে থাকলে কালো হয়ে যায়।এর কারণ কি?
(A) বাতাসের হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া হওয়ার ফলে
(B) বাতাসের নাইট্রোজেনের সাথে কার্বনেটের বিক্রিয়া হওয়ার ফলে
(C) গ্যালভাইজেশন রুপোর পাত্রে না থাকার দরুন
(D) রুপোর পাত্রে জিঙ্কের প্রলেপ না থাকার দরুন
Ans-

(A) বাতাসের হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া হওয়ার ফলে
(এখানে একটা জিনিস মনে রাখবে বাতাসের হাইড্রোজেনের সাথে সালফাইডের বিক্রিয়ার ফলে সিলভার সালফাইড (Ag2S) উৎপন্ন হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.