ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

51. নীচের কোন ধাতুটি হাইড্রোজেন থেকে H কে প্রতিস্থাপিত করতে পারে না?
(A) জিঙ্ক (Zn)
(B) অ্যালুমিনিয়াম (Al)
(C) ক্যালসিয়াম (Ca)
(D) কপার (Cu)

Ans-(D) কপার (Cu)
(আমরা Reactivity Series অনুযায়ী জানি যে হাইড্রোজেনের উপরে যে ধাতুটি থাকবে সেই একমাত্র হাইড্রোজেনকে সরাতে পারবে।কিন্তু হাইড্রোজেনের নীচে যে থাকে সে কিন্তু পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের নীচে আছে একমাত্র কপার।তাই স্বাভাবিক ভাবেই এখানে কপার হাইড্রোজেনকে সরিয়ে H কে প্রতিস্থাপিত করতে পারে না)।

52. সোনা গরম জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু ক্যালসিয়াম করে।এর থেকে কি প্রমাণিত হয়?
(A) ক্যালসিয়াম সোনার থেকে কম বিক্রিয়াশীল
(B) ক্যালসিয়াম সোনার থেকে বেশি বিক্রিয়াশীল
(C) সোনা Positive Ion তৈরি করে না
(D) উপরের কোনোটিই নয়
Ans-(B) ক্যালসিয়াম সোনার থেকে বেশি বিক্রিয়াশীল
(সোনা Positive Ion তৈরি করে কারণ এটা ধাতু।তবে ক্যালসিয়াম থেকে কম বিক্রিয়াশীল)।

53. সোডিয়াম সোনার তুলনায় বেশি বিক্রিয়াশীল কেনো?
(A) সোডিয়াম সোনার তুলনায় অনেক কম ইলেকট্রন বর্জন করতে পারে
(B) সোডিয়াম ইলেক্ট্রো নেগেটিভ হয়
(C) সোডিয়াম সোনার তুলনায় অনেক তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারে
(D) সোনা সোডিয়ামের থেকে অনেক বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে
Ans-(C) সোডিয়াম সোনার তুলনায় অনেক তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারে
(তাছাড়া তোমরা জানো ধাতু ইলেক্ট্রো পজেটিভ হয়।ইলেক্ট্রো পজেটিভ কথার মানেই হলো ধাতু ইলেকট্রন বর্জন করে।
* অর্থাৎ যে ধাতু অনেক বেশি ইলেকট্রন বর্জন করতে পারে তারা অনেকে বেশি Reactive বা বিক্রিয়াশীল হয়।Same কারণে সোডিয়ামকে তোমার ঠান্ডা জল বা Normal জলের সাথে রেখে দাও বা বায়ুর সঙ্গে রেখে দাও তাহলেও সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করতে শুরু করে দেয়, কিন্তু সোনাকে তুমি গরম জল বা বাষ্পের (Steam) মধ্যেও দাও তবুও বিক্রিয়া করে না।যদিও সোনা একটি ধাতু)।

54. পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি বিক্রিয়াশীল- কেনো?
(A) পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের চেয়ে কম ইলেকট্রন বর্জন করতে পারে
(B) পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের চেয়ে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারে
(C) পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম মাইনাস আয়ন তৈরি করে
(D) Both A & C
Ans-(B) পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের চেয়ে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারে

55. সোডিয়াম ডাই-অক্সাইড কি ধরনের গ্যাস?
(A) অ্যাসিডিক গ্যাস
(B) অক্সিজেন গ্যাস
(C) হাইড্রোজেন গ্যাস
(D) মিথেন গ্যাস
Ans-(A) অ্যাসিডিক গ্যাস

56. সালফার ডাই-অক্সাইড জলের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন হয়?
(A) সালফেরাস অক্সাইড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) সালফিউরাস অ্যাসিড
(D) হাইড্রোক্সিল আয়ন
Ans-(C) সালফিউরাস অ্যাসিড (H2SO3)
(মাথায় রাখবে সালফার ধাতু বাতাসের সাথে জ্বললে সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হয়)।

57. অ্যাসিডের মধ্যে নিন্মের কোনটি থাকে?
(A) হাইড্রোক্সিল আয়ন থাকে
(B) হাইড্রোক্লোরিক আয়ন থাকে
(C) বিউটেন থাকে
(D) হাইড্রোজেন আয়ন থাকে
Ans-(D) হাইড্রোজেন আয়ন থাকে

58. ক্ষারের মধ্যে নিন্মের কোনটি থাকে?
(A) হাইড্রোক্সিল আয়ন থাকে
(B) হাইড্রোক্লোরিক আয়ন থাকে
(C) বিউটেন থাকে
(D) সালফিউরিক অ্যাসিড থাকে
Ans-(A) হাইড্রোক্সিল আয়ন থাকে

59. অধাতু সাধারণত দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না।কেনো করে না?
(A) এরা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না
(B) অধাতু ইলেক্ট্রো পজেটিভ হওয়ার কারণে
(C) অধাতু গুলো ইলেকট্রন বর্জন করার ফলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না
(D) উপরের সবকটিই
Ans-(A) এরা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না
(কোন অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে গেলে অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন Supply করতে হয়, যে অধাতু নিজেই ইলেকট্রন গ্রহণকারী সে ইলেকট্রন Supply করবে কি করে।যার ফলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না এবং অ্যাসিডের সাথে বিক্রিয়াও হয় না)।

60. TNT -এর সম্পূর্ণ নাম কি?
(A) ট্রাই নাইট্রেট
(B) ট্রাই নাইট্রাইড টলুইন
(C) ট্রাই নাইট্রো টলুইন
(D) ট্রাই ডাই-নাইট্রেড টলুইন
Ans-(C) ট্রাই নাইট্রো টলুইন
(ট্রাই নাইট্রো টলুইন হলো একটা বিস্ফোরক)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.