ধাতু ও অধাতু বিষয়ক প্রশ্ন

61. বুলেটপ্রুফ অ্যালয় স্টিল তৈরি করতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) জারকোনিয়াম
(B) সালফিউরাস
(C) রেডন
(D) হিলিয়াম

Ans-(A) জারকোনিয়াম

62. গাড়িতে ব্যাটারি প্রস্তুত করতে নিন্মের কোনটি ব্যবহার করা হয়?
(A) নিয়ন
(B) সালফিউরাস
(C) সিসা
(D) হিলিয়াম
Ans-(C) সিসা

63. যখন ধাতু এবং অধাতু বিক্রিয়া করে তখন নিন্মের কোনটি উৎপন্ন হয়?
(A) সমযোজী যৌগ
(B) তড়িৎযোজী যৌগ
(C) মিশ্র যৌগ
(D) ক্রিপ্টন
Ans-(B) তড়িৎযোজী যৌগ
(তড়িৎযোজী যৌগ বা Iconic Band তৈরির সময় একজন ইলেকট্রন দেয় আর একজন সেই ইলেকট্রন গ্রহণ করে।যেমন সোডিয়াম ক্লোরাইড)।

64. অধাতু এবং অধাতু বিক্রিয়া করলে নিন্মের কোনটি তৈরি হয়?
(A) সমযোজী যৌগ
(B) তড়িৎযোজী যৌগ
(C) মিশ্র যৌগ
(D) ক্রিপ্টন
Ans-(A) সমযোজী যৌগ
(সমযোজী যৌগ যখন তৈরি হয় তখন দুজনই ইলেকট্রন গ্রহণ করে।তাছাড়া তোমার জানো অধাতু ইলেক্ট্রো নেগেটিভ হয়।আর ইলেক্ট্রো নেগেটিভ কথার মানেই হলো ইলেকট্রন গ্রহণকারী)।

65. নিন্মের কোনটি নিষ্ক্রিয় অধাতু?
(A) নিয়ন & আর্গণ
(B) ক্রিপ্টন & জেনন
(C) রেডন
(D) উপরের সবগুলিই
Ans-(D) উপরের সবগুলিই
(কারণ এদের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন আছে।তাই এদেরকে নিষ্ক্রিয় অধাতু বলা হয়।ব্যতিক্রম হলো হিলিয়াম।হিলিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে।
* এখানে একটা কথা মাথায় রাখবে এরা কিন্তু গ্যাসীয় মৌল)।

66. হিলিয়ামের শেষ কক্ষপথে ক’টি ইলেকট্রন থাকে?
(A) 4 টি
(C) 8 টি
(C) 2 টি
(D) 7 টি
Ans-(C) 2 টি
(হিলিয়াম নিষ্ক্রিয় অধাতু হওয়া সত্ত্বেও 8 টি ইলেক্ট্রনের পরিবর্তে 2 টি ইলেকট্রন থাকে। এটি ব্যতিক্রমধর্মী নিষ্ক্রিয় অধাতু)।

67. ইলেক্ট্রিক্যাল চার্জ যে পরমাণুর মধ্যে থাকে তাকে কি বলে?
(A) পজিটিভ চার্জড্
(B) নেগেটিভ চার্জড্
(C) আয়ন
(D) ক্যাটায়ন
Ans-(C) আয়ন
(এখানে এটা অবশ্যই মনে রাখবে আয়ন কিন্তু দু-ভাবে তৈরি হতে পারে –
(i) যখন কোনো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবং
(ii) যখন কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে আয়ন তৈরি হতে পারে)।

68. Positively চার্জড্ আয়নকে কি বলা হয়?
(A) ক্যাটায়ন
(B) অ্যানায়ন
(C) ক্রিপ্টন
(D) প্রোটন
Ans-(A) ক্যাটায়ন
(ক্যাটায়ন প্রস্তুত করতে হলে অবশ্যই ইলেকট্রন বর্জন করতে হবে।অর্থাৎ ইলেকট্রন বর্জন করলেই পজিটিভ চার্জড্ তৈরি হয়।
* বার বার বলছি এই জিনিস গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে ক্যাটায়নে সাধারণ পরমাণুর তুলনায় কম ইলেকট্রন থাকে।কেননা আমরা জানি যে একটি পরমাণুতে সমসংখ্যক প্রোটন এবং সমসংখ্যক ইলেকট্রন থাকে।তাছাড়া এও জানি যে, ইলেকট্রন বর্জন করেই ক্যাটায়ন হয়।তার ফলে এটাই বোঝায় ক্যাটায়ন যখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে ফলে ও কমে যাচ্ছে।এই কারণকেই Positive বলা হয়।ফলে স্বাভাবিক ভাবেই ক্যাটায়নে সাধারণ পরমাণুর তুলনায় কম ইলেকট্রন থাকে)।

69. Negatively চার্জড্ আয়নকে কি বলা হয়?
(A) ক্যাটায়ন
(B) অ্যানায়ন
(C) ক্রিপ্টন
(D) প্রোটন
Ans-(B) অ্যানায়ন
(অ্যানায়ন প্রস্তুত হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে।
* অ্যানায়নে সাধারণ পরমাণুর তুলনায় অনেক বেশি ইলেকট্রন থাকে।কারণ এরা ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে না।এই কারণে এদের ইলেকট্রন বেশি থাকে সাধারণ পরমাণুর তুলনায়।* ক্যাটায়নে প্রোটনের থেকে কম ইলেকট্রন থাকে।* অ্যানায়নে প্রোটনের থেকে বেশি ইলেকট্রন থাকে।

70. সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন বেশি থাকে, না সোডিয়াম আয়নে ইলেকট্রন বেশি থাকে?
(A) সোডিয়াম পরমাণুতে
(B) সোডিয়াম আয়নে
(C) শুধুমাত্র B
(D) Both A & B
Ans-(A) সোডিয়াম পরমাণুতে
(কারণ সোডিয়াম আয়ন তৈরি হয় একটা ইলেকট্রন বর্জন করে।এর ফলে সোডিয়াম আয়নের ইলেকট্রন কমে যায়।
* সোডিয়ামের আয়ন –
K = 2, L = 8, M = 1
কিন্তু সোডিয়াম M কক্ষপথের 1 টা ইলেকট্রন বর্জন করে ফলে ওর আয়ন গিয়ে দাঁড়ায় 2 + 8 = 10)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.