ভারতের নদ নদী সম্বন্ধীয় প্রশ্ন

21. হিন্দন কোন নদীর উপনদী?
(A) গঙ্গার
(B) নর্মদার
(C) যমুনা
(D) ঝিলম
Ans- (C) যমুনা (যমুনা হলো গঙ্গার ডান তীরের উপনদী এর দৈর্ঘ্য 1,376 কিলোমিটার(855 মাইল)।( এই নদী ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 813 কিলোমিটার(855 মাইল)।

22. সিন্ধুর কোন উপনদীটি চন্দ্র ও ভাগা এই দুটি নদীর মিলিত স্রোত কি নামে পরিচিত?
(A) নোলকন্ডা
(B) চেনাব
(C) ত্রিবেণী
(D) সংগম
Ans- (B) চেনাব ( এর ওপর নাম চন্দ্রভাগ)।

23. পাকিস্তানের কোন শহরের কাছে সিন্ধু আরব সাগরে পড়েছে?
(A) লাহোর
(B) বালাকটে
(C) করাচি
(D) রাউলপিন্ডি
Ans- (C) করাচি

24. কোন নদীকে কাশ্মীরের “ভেত” বলে বলে ডাকা হয়?
(A) বিতস্তা
(B) চেনাব
(C) গণ্ডকী
(D) ঝিলম
Ans- (D) ঝিলম ( এই নদী ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পাঞ্জাবের পাঁচটি বড় নদী গুলোর মধ্যে ঝিলম একটি নদী। এটি চেনাব নদীর একটি উপনদী এর দৈর্ঘ্য 813 কিলোমিটার(505 মাইল)।ঋকবেদে ঝিলম নদীকে “বিতস্তা” নদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে অন্যদিকে প্রাচীন গ্রিসে এই নদী “হাইডাম্পি” নামে পরিচিত ছিল। আর্যরা অনেক জায়গায় এই নদীকে অত্যন্ত পবিত্র নদী হিসেবে ও “সপ্তসিন্ধু” বলে উল্লেখ করেছেন, এই ঝিলম নদী সপ্তসিন্ধুর মধ্যে একটি)।

25. সিন্ধুর অন্যতম উপনদী যা কাশ্মীরে ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে?
(A) ঝিলম
(B) চেনাব
(C) কালি নদী
(D) নন্দাকিনী
Ans- (A) ঝিলম (দৈর্ঘ্য 813 কিলোমিটার(855 মাইল)।

26. সিন্ধুর কোন উপনদীর প্রবাহপথে উলার হ্রদ পরে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) চেনাব
Ans- (D) বিতস্তা

27. চন্দ্রভাগা কোথায় একে অপরের সাথে মিলিত হয়েছে?
(A) অরুণাচল প্রদেশে
(B) হিমাচল প্রদেশে
(C) মণিপুরে
(D) অসমে
Ans- (B) হিমাচল প্রদেশে

28. সিন্ধুর কোন নদী পিরপাঞ্জাল পর্বত শ্রেণীর সাথে সমান্তরালে বয়ে গেছে?
(A) বিতস্তা
(B) ঝিলম
(C) বিপাশা
(D) চেনাব
Ans- (D) চেনাব

29. সিন্ধুর কোন নদী হিমাচল প্রদেশের কুলু উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) রাভি
(D) মহানন্দা
Ans- (C) রাভি বা ইরাবতী(কুলু উপত্যকা বা কুলু হিল হিমাচল প্রদেশের অবস্থিত)।

30. সিন্ধুর কোন নদীটি উপত্যকা তৈরি বা সৃষ্টি করেছে?
(A) চেনাব
(B) বিপাশা
(C) বিতস্তা
(D) অলকানন্দা
Ans- (B) বিপাশা ( ইংরেজীতে বিপাশাকে বিয়াস বলে)।
সিন্ধুর দৈর্ঘ্য 2880 কিলোমিটার এর মধ্যে ভারতে প্রবাহিত 709 কিলোমিটার আর বাকিটা পাকিস্তানে অবস্থিত)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.