ভারতের নদ নদী সম্বন্ধীয় প্রশ্ন

31. রাভি নদী পরবর্তী কালে সিন্ধুর কোন উপনদীর সাথে মিশেছে?
(A) চেনাব
(B) বিপাশা
(C) শতদ্রু
(D) ঘাঘরা/ঘর্ঘরা
Ans- (A) চেনাব

32. সিন্ধুর সবথেকে বড় উপনদীর নাম কি?
(A)শতদ্রু
(B) বিয়াস/বিতস্তা
(C) ঝিলম
(D) রাভি
Ans- (A)শতদ্রু

33. গঙ্গার বাম তীরের উপনদী কোনটি?
(A) গোমতি ও ঘাঘরা
(B) গন্ডক/ গণ্ডকী ও কোশি
(C) রাম গঙ্গা ও মহানন্দা
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই ( অর্থাৎ গঙ্গার বাম তীরের উপনদী গুলি হল- গোমতি, ঘাঘরা বা ঘর্ঘরা, গন্ডক বা গণ্ডকী, কোশি, রামগঙ্গা ও মহানন্দা এবং একটা কথা মনে রাখবে সবশেষে মিশেছে গঙ্গার সাথে মহানন্দা এবং এটি উৎপন্ন হয়েছে মহালধীরাম পর্বত শৃঙ্গ থেকে।এই নদ নদী গুলি সব উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গার বাম তীরের উপনদী গুলির মধ্য অন্যতম হল ঘাঘরা এবং এটি গঙ্গার বৃহত্তম উপনদী(1080 কিলোমিটার)।

34. গঙ্গার ডান তীরের উপনদী কোনটি?
(A) যমুনা ও শোন
(B) তামসা ও পুনপুন
(C) দামোদর
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই( অর্থাৎ গঙ্গার ডান তীরের উপনদী গুলি হল- যমুনা, শোন, তামসা, পুনপুন ও দামোদর। এখানে একটা কথা মনে রাখবে দামোদর মিশেছে হুগলির সাথে। গঙ্গার ডান তীরের উপনদী গুলির মধ্যে অন্যতম হল যমুনা এটি গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী তবে ভারতের মধ্যে বৃহত্তম উপনদী(1,376 কিলোমিটার(855 মাইল)।

35. রাক্ষস তল থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
(A) ঝিলম
(B) চেনাব
(C) শতদ্রু
(D) বিপাশা
Ans- (C) শতদ্রু ( এই নদী হলো পাঁচটি নদীর দীর্ঘতম যা উত্তর ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের ঐতিহাসিক সন্ধিক্ষণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা সিন্ধু নদীর পূর্ব প্রান্তের নদী। এই নদীটির দৈর্ঘ্য 1,500 কিলোমিটার(932 মাইল)

36. তেহেরী বাঁধ কোন নদীর উপরে অবস্থিত?
(A) বিয়াস/বিতস্তা
(B) ভাগীরথী
(C) শতদ্রু
(D) ঝিলম
Ans- (B) ভাগীরথী নদীর উপরে তেহেরী বাঁধ গড়ে উঠেছে।
(তেহেরী বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধ গুলির মধ্যে একটি। এটি ভারতের” উত্তরাখণ্ড রাজ্যের” তেহেরী কাছে ” ভাগীরথী নদীর” উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। এটি ” THDC India Limited”- এর এবং ” তেহেরী হাইড্রোইলেক্ট্রিক কমপ্লেক্সের প্রাথমিক বাঁধ। এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে এবং শেষ হয় 2006 সালে। এই বাঁধ নির্মাণের জন্য ব্যয় হয় $1 বিলিয়ন মার্কিন ডলার। এই বাঁধের গভীরতা 855 ফুট)।

37. গঙ্গার কোন উপনদী নেপাল-সিকিম সীমান্তে উৎপন্ন হয়ে বাংলাদেশে গঙ্গার সাথে মিশেছে?
(A) নন্দাকিনী
(B) মহানন্দা
(C) কালি
(D) বিপাশা
Ans- (B) মহানন্দা (এটি গঙ্গার বাম তীরের নদী)

38. গোবিন্দ বল্লভ পন্থ সাগর জলাধারটি কোন নদীর উপর অবস্থিত?
(A) বিতস্তা
(B) ঝিলম
(C) রিহান্দ
(D) চন্দ্রভাগা
Ans- (C) রিহান্দ

39. ব্রম্মপুত্র কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে?
(A) অরুণাচল প্রদেশ দিয়ে
(B) হিমাচল প্রদেশ দিয়ে
(C) জম্মু কাশ্মীর রাজ্য দিয়ে
(D) মেঘালয় রাজ্য দিয়ে
Ans- (A) অরুণাচল প্রদেশ দিয়ে

40. কোন পর্বতশ্রেণীর কাছে ব্রম্মপুত্র ভারতে প্রবেশ করেছে?
(A) আরাবল্লি পর্বতশ্রেণীর কাছে
(B) বিন্ধ্য পর্বতশ্রেণীর কাছে
(C) কাঞ্চনজঙ্ঘার কাছে
(D) নামচা বারওয়া পর্বতশ্রেণীর কাছে
Ans- (D) নামচা বারওয়া পর্বতশ্রেণীর কাছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.