কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

 Daily Current Affairs Quiz 2019 Monthly Current Affairs Quiz 2018-2019

01. 2018 সালে কেরালায় নিম্নলিখিত কোন ভাইরাসের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে?
A. নিপা ভাইরাস
B. ইবোলা ভাইরাস
C. HIV ভাইরাস
D. সোয়াইন Flu ভাইরাস

Ans- A. নিপা ভাইরাস

02. নিম্নলিখিত কোন সেনা জাহাজে করে ২০১৮ সালে প্রথম বার শুধু মাত্র ৬ জন ভারতীয় মহিলা নাবিক একত্রে বিশ্ব ভ্রমণ করেছেন?
A. INS তারিণী
B. INS বিক্রান্ত
C. INS কাবেরী
D. কোনটিই নয়
Ans-A. INS তারিণী ( এটি ছিল শুধু মাত্র মহিলা নাবিকদের দ্বারা চালিত প্রথম কোন বিশ্বভ্রমণ কারী  ভারতীয় মহিলা নৌ যাত্রা। এটি ভারতের গোয়া নৌ বন্দর থেকে শুরু হয় এবং ২৫৪ দিনে এই মহিলা নাবিকগন পুরো বিশ্ব ভ্রমণ করে নজির সৃষ্টি করেন। এই যাত্রার নাম ছিল নাবিক সাগর পরিক্রমা। এই ভ্রমণের ক্যাপ্টেন ছিলেন বর্তিকা জোশি।

03. ভারতে এশিয়ার সবচেয়ে বড় সুড়ঙ্গ পথ তৈরির জন্য প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের ১৯ শে মে জম্মু-কাশ্মীরে এর উদ্বোধন করেছেন। এই সুড়ঙ্গ পথের (tunnel) নাম কি?
A. পীর পঞ্জল টানেল
B. জজিলা টানেল
C. জওহর টানেল
D. কোনটিই নয়
Ans-B. জজিলা টানেলl এটি জম্মু কাশ্মীরের শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করবে। এটির দৈর্ঘ্য ১৪.২ কিলোমিটার।

04. কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A. বি এস ইয়েদুরাপ্পা
B. HD দেবগৌড়া
C. HD হেগড়ে
D. HD কুমারস্বামী

Ans- D. HD কুমারস্বামী

05. ২০১৮ সালে বিধান সভা ভোটে কর্নাটকে সবচেয়ে বেশি বিধানসভা সিট্ পেয়েছে কোন রাজনৈতিক দল?
A. বিজেপি
B. কংগ্রেস
C. JD(S)
D. BSP
Ans-A. বিজেপি (১০৪ টি সিট্ )

06. কর্ণাটকের বর্তমান রাজ্যপালের  নাম কি?
A.কণিজ্যেতি রোসাইয়াহ
B. বাজুভাই বালা
C.হান্স রাজ্ ভরদ্বাজ
D.উপরের কেউই নন

Ans-B. বাজুভাই বালা

কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৯

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.