কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

25. ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
A. গিয়ান্নি ইনফান্তিনো
B. ঈসা হায়াতু
C. সেপ ব্ল্যাটার
D. উপরের কেউই নন

Ans- A. গিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)

26. ২০২২ সালে FIFA ওয়ার্ল্ডকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. কাতার
D. আমেরিকা
Ans-C. কাতার

27. কোনদেশ সবচেয়ে বেশি বার ফুটবল বিশ্বকাপ জিতেছে ?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. ফ্রান্স
D. ইংল্যান্ড
Ans-B. ব্রাজিল (৫ বার)

28. এবছর কততম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হল?
A. ২৩ তম
B. ২২ তম
C. ২১ তম
D. ২০ তম
Ans- C. ২১ তম

29. এবছর ফুটবল বিশ্বকাপে সোনার বল পুরস্কার কে পেয়েছেন?
A. থিবাউট কোর্তোইস
B. লুকা মদ্রিক
C. অন্টিনে
D. সুমিত মালিক
Ans-B. লুকা মদ্রিক ( Luca Modric – বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ,ইনি ক্রোয়েশিয়ার প্লেয়ার)

30. এবছর ফিফা ওয়ার্ল্ড কাপে মোট কতগুলি দেশ অংশ গ্রহণ করেছিল?
A. ৩২
B. ৩৫
C. ২৫
D. ৪২
Ans-A. ৩২ ( ৩২ টি দেশ এবং মোট ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.