কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

55. এবছর পঞ্চম যশ চোপড়া (Yash chopda) মেমোরিয়াল পুরস্কার কাকে দেওয়া হয়েছে?
A. আশা ভোসলে
B. সোনু নিগম
C. এ আর রহমান
D. লতা মঙ্গেশকর

Ans-A. A. আশা ভোসলে

56. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম কি?
A. মিচিগাণ
B. দুবাই
C. মুম্বাই
D. লন্ডন
Ans-B. দুবাই

57. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সিঙ্গেল রানওয়ে এয়ারপোর্টের নাম কি?
A. মিচিগাণ
B. দুবাই
C. মুম্বাই
D. লন্ডন
Ans-C. মুম্বাই

58. রেল কোন যায়গায় নতুন রেল কোচ ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে?
A. বারাণসী
B. পাটনা
C. মারাঠাওড়া
D. উদয়পুর
Ans-C. মারাঠাওড়া (মহারাষ্ট্রের মারাঠাওড়া )

59. সুরাজকুন্ড মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. উত্তরাখন্ড
D. রাজস্থান
Ans-A. হরিয়ানা

60. ২০১৮ সালে নিউজল্যান্ডে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশ জিতেছে?
A. ভারত
B. পাকিস্তান
C. অস্ট্রেলিয়া
D. ইংল্যান্ড
Ans-A. ভারত (রাহুল দ্রাবিড় কোচ ছিলেন এবং ক্যাপ্টেন ছিলেন পৃথ্বী সাউ

Current Affairs GK 2019 in Bengali

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.