গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)

21. বলের মাত্রা কি?
(A) ভর × ভরবেগ
(B) ভর × ত্বরণ
(C) ত্বরণ × মন্দন
(D) ভর × মন্দন

Ans-(B) ভর × ত্বরণ
(অর্থাৎ ভর আর ত্বরণের গুনফলই হবে বলের মাত্রা।
অর্থাৎ এইভাবে বলের মাত্রাটি লেখা যেতে পারে M × LT-² = MLT-²)।

22. ভরবেগের মাত্রা কি?
(A) ভর × বেগ
(B) ভর × ত্বরণ
(C) ত্বরণ × মন্দন
(D) ভর × মন্দন
Ans-(A) ভর × বেগ
(অর্থাৎ ভর এবং বেগের গুলফলের উপর ভিত্তি করে কোনো বস্তুতে যে ধর্ম তৈরি হয় বা বল তৈরি হয় তাকে আমরা ভরবেগ বলি।
ভর=M, বেগ = m/s , =M/T অর্থাৎ ভরবেগের মাত্রাটি লিখতে পারি M × LT^-1= MLT^-1

23. বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি?
(A) ত্বরণের পরিবর্তন /সময়
(B) বেগের পরিবর্তন /সময়
(C) ভরবেগের পরিবর্তন /সময়
(D) ভরের বেগের পরিবর্তন /সময়
Ans-(C) ভরবেগের পরিবর্তন /সময়
(বল = ভর × ত্বরণ
= ভর × বেগের পরিবর্তন (ত্বরণ)/সময়
= ভরবেগের পরিবর্তন/সময়)।

24. C.G.S পদ্ধতিতে ভরবেগের একক কি?
(A) সেমি/সেকেন্ড
(B) মিটার/সেকেন্ড
(C) কিগ্রা-মিটার/সেকেন্ড
(D) গ্রাম-সেমি/সেকেন্ড
Ans-(D) গ্রাম-সেমি/সেকেন্ড

25. S.I পদ্ধতিতে ভরবেগের একক কি?
(A) সেমি/সেকেন্ড
(B) মিটার/সেকেন্ড
(C) কিগ্রা-মিটার/সেকেন্ড
(D) গ্রাম-সেমি/সেকেন্ড
Ans-(C) কিগ্রা-মিটার/সেকেন্ড

26. 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে স্থির অবস্থায় থাকা একটি 25 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে?
(A) 25 সেমি/সেকেন্ড
(B) 30 সেমি/সেকেন্ড
(C) 20 সেমি/সেকেন্ড
(D) 40 সেমি/সেকেন্ড
Ans-(C) 20 সেমি/সেকেন্ড
(F= M × a
F = M × v – u/t
100 = 25× v – 0/5
100 = 25 × v/5
v = 5 × 4
v = 20 cm/s
* ডাইনে তিনটে জিনিস পাওয়া যায় গ্রাম,সেমি এবং সেকেন্ড^2
অর্থাৎ যা Answer বেরোবে এই তিনটের মধ্যেই বেরোবে)।
* নিউটনে পাওয়া যায় – kg, M & s^2)।

27. 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছে।বস্তুটির 20 সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
(A) 4 newton
(B) 2.5 newton
(C) 6 newton
(D) 2.5 dyn
Ans-(B) 2.5 newton
(F(Force)= M × a
F = M × v – u/t
F = 5 × 0 – 10/t
F = 5 ×10 (আমরা যখন force নির্বাচন করি তখন – & + কোনো Matter করে না)
F = 5 × 10/20
F = 2.5 Newton)।

28. কোন গ্রন্থে নিউটন তার গতিসূত্রের কথা উল্লেখ করেছেন?
(A) প্রিন্সিপিয়া গ্রন্থে
(B) Wealth and Nation গ্রন্থ
(C) সামাজিক দায়বদ্ধতা গ্রন্থে
(D) প্রিন্সেপ গ্রন্থে
Ans-(A) প্রিন্সিপিয়া গ্রন্থে (1687 সালে)।

29. বলের ঘাত (Impulse of Force) কি?
(A) F×T
(B) F×a
(C) M×T×a
(D) T×a
Ans-(A) F×T
(এই সমীকরণটিকে আবার M (ভর)×a (ত্বরণ)×t (সময়)। অর্থাৎ সমীকরণ টি দাঁড়ালো M×a×t
* কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া (Specified of Force) করলে ঐ বলের মান ও বস্তুর ক্রিয়াকালের গুনফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়)।

30. বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি?
(Relation between Impulse of Force and Momentum)
(A) F×a = Mu – Mv
(B) T×a = Mv – Mu
(C) F×t = Mv – Mu
(D) M×T = Mu – Mv
(C) F×t = Mv – Mu
(বলের ঘাত = বস্তুর ভরবেগের পরিবর্তন)।
Ans-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.