গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)

51. নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী পদার্থ বিদ্যায় বলের সঙ্গে সংযুক্ত কোন দুটি বিষয়ের উৎপত্তি হয় না?
(A) ত্বরণ & ভরের
(B) মন্দন & বেগের
(C) ত্বরণ & মন্দনের
(D) ভরবেগ & সময়ের

Ans-(C) ত্বরণ & মন্দনের
(নিউটনের First law তে এটা বলে যে যদি বল না থাকে তাহলে ত্বরণ এবং মন্দন এদুটোই কিন্তু সম্ভব নয়।কারণ বল প্রয়োগ করে কোনো বস্তুর বেগ বাড়ানো যায়।আবার কোনো গতিশীল বস্তুর বেগকে কমানো যায়।যদি বলই না থাকে তাহলে ত্বরণ এবং মন্দন সম্ভব নয়।* বেগের পরিবর্তনই হলো ত্বরণ)।

52. ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশ তন্ত্রকে কি বলা হয়?
(A) জড়ত্বীয় নির্দেশ তন্ত্র
(B) ভরবেগীয় নির্দেশ তন্ত্র
(C) মন্দনীয় নির্দেশ তন্ত্র
(D) অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র
Ans-(D) অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র (Non-Inertial Frames)।

53. কোন ধরনের নির্দেশ তন্ত্র নিউটনের প্রথম গতিসূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হয়না?
(A) অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র
(B) ভরবেগীয় নির্দেশ তন্ত্র
(C) মন্দনীয় নির্দেশ তন্ত্র
(D) জড়ত্বীয় নির্দেশ তন্ত্র
Ans-(A) অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র (Non-Inertial Frames)
(শুধুমাত্র প্রথম নয় নিউটনের তিনটি গতিসূত্রেই Non-Inertial Frames প্রযোজ্য হয়না)।

54. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি বিষয় জানা যায়?
(A) বলের মান
(B) বলের দিক
(C) ভরবেগ
(D) উপরের সবকটিই
Ans-(D) উপরের সবকটিই
(ভর এবং বেগের গুনফলে একটা পদার্থের মধ্যে যে ক্ষমতা তৈরি হয় বা শক্তি তৈরি হয় সেটাকে আমরা বলি ভরবেগ।ভর এবং বেগের গুনফলের সমান হয় বল (ভরবেগ)।

55. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী যে সমীকরণটির উৎপত্তি হয় তাহলো-
(A) F= M × b
(B) F= M × a
(C) F= M × t
(D) F= M × s
Ans-(B) F= M × a (বল = ভর × ত্বরণ)
(কেনো Actualy এই সমীকরণটি তৈরি হয় কারণ আমার দেখতে পাচ্ছি যে ত্বরণ কি?ত্বরণ কিছুই না ত্বরণ Just বেগের পরিবর্তন।আর ভরবেগ হলো ভর এবং বেগের গুনফল। অর্থাৎ বলের সঙ্গে ভর এবং ত্বরণের কি Relation সেটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র দারুন ভাবে ব্যাখ্যা করতে পারে)।

56. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোন বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক নেটবল বস্তুর ভর এবং ——— গুনফল হবে।
(A) ত্বরণের
(B) মন্দনের
(C) বেগের
(D) প্রযুক্ত বলের
Ans-(A) ত্বরণের
(একটা কথা মাথায় রাখবে অভিকর্ষ বল কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে।আমরা যদি কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলি- সেটাই নেটবল।অর্থাৎ যে বলটা কার্যকরী হওয়ার ফলে বস্তুটার অবস্থার পরিবর্তন করা যাচ্ছে সেটাকেই আমরা বলি ‘নেটবল”)।

57. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায় C.G.S পদ্ধতিতে বলের একক কি?
(A) ডাইন
(B) নিউটন
(C) মিটার
(D) সময়
Ans-(A) ডাইন
(একগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল কোনো বস্তুতে 1cm/s^2 ত্বরণ সৃষ্টি করে (1dyn = 1g × 1cm/s^2) তাকে ডাইন বলে)।

58. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায় S.I. পদ্ধতিতে বলের একক কি?
(A) ডাইন
(B) নিউটন
(C) মিটার
(D) সময়
Ans-(B) নিউটন
(একটা কথা মনে রাখবে 1 নিউটন = 10^5 ডাইন)।

59. এক ডাইন = কত নিউটন?
(A) 10-5 Newton
(B) 10-3 Newton
(C) 10-2 Newton
(D) 105 Newton
Ans-(A) 10-5 Newton

60. 1 Newton = কত ডাইন?
(A) 105 dyn
(B) 10-5 dyn
(C) 103 dyn
(D) 10-3 dyn
Ans-(A) 105 dyn

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.