গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)

61. বলের ঘাত কি রাশি?
(A) স্কেলার রাশি
(B) গুচ্ছ রাশি
(C) ঐচ্ছিক রাশি
(D) ভেক্টর রাশি

Ans-(D) ভেক্টর রাশি
(কারণ বলের ঘাতের মান ও অভিমুখ দুইই আছে তাই এটি ভেক্টর রাশি)।

62. বলের ঘাতের মাত্রা (Dimension) কি?
(A) MLT2
(B) MLT1
(C) MLT-2
(D) MLT-1
Ans-(D) MLT-1
(একটা জিনিস মাথায় রাখবে বলের ঘাত এবং ভরবেগের মাত্রা কিন্তু এক বা সমান)।

63. ঘাত বল (Impulsive Force) কি?
(A) এটি একটি ছোট্ট বল এবং অল্প সময় ধরে চলে।
(B) এই বলটি যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়।
(C) বৃহৎমানের বল অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ঐ বলটিকে ঘাত বলা হয়।
(D) বস্তুর ভরবেগের পরিবর্তনই হলো ঘাত বল।
Ans-(C) বৃহৎমানের বল অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ঐ বলটিকে ঘাত বলা হয়।
(ঘাত বল সৃষ্টি করে ঘাতের।অর্থাৎ বলের ঘাত হচ্ছে ঘাত বলের ফলাফল)।

64. ঘাত বলের মাত্রা কি?
(A) MLT2
(B) MLT1
(C) MLT-2
(D) MLT-1
Ans-(C) MLT-2
(এখানে একটা জিনিস মনে রাখবে বলের মাত্রা এবং ঘাত বলের মাত্রা একই
হয় )।

65. S.I পদ্ধতিতে বলের ঘাতের একক কি?
(A) নিউটন/সেকেন্ড
(B) নিউটন/মিটার
(C) ডাইন/সেকেন্ড
(D) ডাইন/মিটার
Ans-(A) নিউটন/সেকেন্ড

66. C.G.S পদ্ধতিতে বলের ঘাতের একক কি?
(A) নিউটন/সেকেন্ড
(B) নিউটন/মিটার
(C) ডাইন/সেকেন্ড
(D) ডাইন/মিটার
Ans-(C) ডাইন/সেকেন্ড
(কারণ আমরা জানি যে বলের একক নিউটন আর টাইমের একক হচ্ছে সেকেন্ড।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.