ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK
Important GK Questions and answers about Indian Constitution and Politics in Bengali. Read here all important Quiz about Indian Constitution . ভারতীয় সংবিধান এবং রাজনীতির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পড়ুন বাংলায়। বিগত বছর গুলিতে ভারতীয় সংবিধান থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি এখানে উল্লেখ করা হল। |
01.বিশ্বের প্রথম প্রস্তাবনা যুক্ত সংবিধানের (লিখিত সংবিধান) নাম কি ?
(A) আয়ারল্যান্ডের সংবিধান
(B) ভারতীয় সংবিধান
(C) আমেরিকান সংবিধান
(D) কানাডিয়ান সংবিধান
02.ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে?
(A) 1 বার
(B) 2 বার
(C) 3 বার
(D) 4 বার
03.ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন সংশোধনী অনুসারে সংশোধিত(Amended) হয়েছে?
(A) 44 তম
(B) 42 তম
(C) 46 তম
(D) 38 তম
04.42 তম সংবিধান সংশোধনী কত সালে পাস হয়েছিলো?
(A) 1972 সালে
(B) 1984 সালে
(C) 1952 সালে
(D) 1976 সালে
05.42 তম সংবিধান সংশোধনীতে ভারতীয় প্রস্তাবনায় কোন শব্দটি জোড়া হয়েছিলো?
(A) Secular (ধর্মনিরপেক্ষতা)
(B) Socialist(সামাজিকতা)
(C) Integrity( ঐক্য)
(D) উপরের সবকটিই
06.ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ” Objective Resolution”- এর ওপর ভিত্তি করেই তৈরি। এই “Objective Resolution”(উদ্দেশ্য সমাধান)-কার ছিলো?
(A) নেতাজী সুভাষ চন্দ্র বোসের
(B) মহাত্মা গান্ধীর
(C) জওহরলাল নেহেরুর
(D) বাবা সাহেব আম্বেদকরের
07.ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লেখা ভারতীয় সংবিধান গ্রহণের তারিখটি কতো?
(A) 26 নভেম্বর 1950 সালে
(B) 26 নভেম্বর 1949 সালে
(C) 26 জানুয়ারি 1950 সালে
(D) 26 জানুয়ারি 1949 সালে
08.ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকার”Justice”-এর কথা লেখা আছে?
(A) 3 প্রকার
(B) 2 প্রকার
(C) 1 প্রকার
(D) 5 প্রকার
09.ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকার “Liberty”(স্বাধীনতা)র কথা লেখা আছে?
(A) 3 প্রকার
(B) 4 প্রকার
(C) 5 প্রকার
(D) 7 প্রকার
10.ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকার “Equality”(সাম্য বা সমতা)র কথা লেখা আছে?
(A) Opportunity( সুযোগ সুবিধা)
(B) Caste (জাতিগত বা শ্রেণীগত)
(C) Status(ধনী বা গরীব)
(D) উপরের সবকটিই