ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK

11. সার্বভৌম(Sovereign) শব্দটির অর্থ কি?
(A) পার্লামেন্ট হলো দেশের সর্বময় কর্তা।
(B) ভারতবর্ষ অন্য কোনো বিদেশী রাষ্ট্রের অধীনে নয়।
(C) রাষ্ট্রপতি হলেন দেশের সর্বময় কর্তা।
(D) উপরের সবকটিই

Ans- (B) ভারতবর্ষ অন্য কোনো বিদেশী রাষ্ট্রের অধীনে নয়।
( Sovereign শব্দের অর্থ হলো ভারত একটি স্বাধীন রাস্ট্র এবং সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, এবং তার নিজের শাসনতান্ত্রিক ব্যবস্থা আছে এবং নিজের শাসন নিজে চালায়)।

12.ভারতের সমাজতন্ত্র(Socialism) কি ধরনের সমাজতন্ত্র?
(A) গান্ধীবাদী সমাজতন্ত্র
(B) গণতান্ত্রিক সমাজতন্ত্র
(C) সাম্যবাদী সমাজতন্ত্র
(D) উপরের সবকটিই

Ans- (B) গণতান্ত্রিক সমাজতন্ত্র(Democracy Socialism)।
( সমাজে যে তন্ত্র বা শাসন এবং সমাজকে কন্ট্রোল করার জন্য যে তন্ত্র গড়ে ওঠে তাকে বলা হয় সমাজতন্ত্র।
* সমাজতন্ত্রকে দুইভাগে ভাগ করা যায়- (i) গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং(ii) সাম্যবাদী সমাজতন্ত্র।
* সাম্যবাদী শাসন ব্যবস্থায় প্রাইভেট ফান্ড বলে কিছুই হয় না। হয় পাবলিক ফান্ড।
আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পাবলিক ও প্রাইভেট দুই ফান্ডই হাতে হাত মিলিয়ে চলে। এটাই সাম্যবাদী শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পার্থক্য করে দেয়)।

13.ভারতের গণতন্ত্র(Democracy) কি ধরণের গণতন্ত্র?
(A) Indirect
(B) Parliamentary Democracy
(C) Direct
(D) Presidencial

Ans- (B) Parliamentary Democracy
( অর্থাৎ গণতন্ত্রে পার্লামেন্টই শেষ কথা বলে।
* আমেরিকান Democracy হলো – Presidencial Democracy)।

14.ভারত একটি প্রজাতন্ত্রিক দেশ এর অর্থ কি?
(A) ভারতের প্রধানমন্ত্রী একজন নির্বাচিত প্রধান এবং প্রধান শাসকেরা এই ভাবেই নির্বাচিত হন, নির্দিষ্ট সময়ের জন্য।
(B) ভারতের জনগণ নির্দিষ্ট সময়ে ভোটাধিকার পায়।
(C) পার্লামেন্ট হলো দেশের সর্বময় কর্তা।
(D) প্রধানমন্ত্রী হলেন দেশের সর্বময় কর্তা।

Ans- (A) ভারতের প্রধানমন্ত্রী একজন নির্বাচিত প্রধান এবং প্রধান শাসকেরা এই ভাবেই নির্বাচিত হন, নির্দিষ্ট সময়ের জন্য।

15.”Justice” বা ন্যায়ের ধারণা ভারতে কোথা থেকে নেওয়া হয়েছে?
(A) ফরাসি বিপ্লব থেকে
(B) রুশ বিপ্লব থেকে
(C) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(D) আমেরিকান সংবিধান থেকে

Ans- (B) রুশ বিপ্লব থেকে
( রুশ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিলো 1917 সালে রাশিয়ায়। এই রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লবও বলা হয়)।

16.কয় প্রকার ন্যায়ের (Justice)এর কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়?
(A) 1 প্রকার
(B) 2 প্রকার
(C) 3 প্রকার
(D) 4 প্রকার

Ans- (C) 3 প্রকার
( এই তিন প্রকার Justice হলো Socialist, Political and Economic)।

17.”Liberty”(স্বাধীনতা)র ধারণা ভারতে কোথা থেকে নেওয়া হয়েছে?
(A) কানাডিয়ান সংবিধান থেকে।
(B) অস্ট্রেলিয়ার সংবিধান থেকে।
(C) আয়ারল্যান্ডের সংবিধান থেকে।
(D) ফরাসি বিপ্লব থেকে

Ans-(D) ফরাসি বিপ্লব থেকে
(ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিলো 1789 সালে ফ্রান্সে।
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 5 প্রকার Liberty-র কথা বলা হয়েছে।
** Justice এর ধারণা নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে)।

18.কয় প্রকার সমতার(Equality)র কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে?
(A) 4 প্রকার
(B) 2 প্রকার
(C) 5 প্রকার
(D) 3 প্রকার

Ans- (D) 3 প্রকার
( এই তিন প্রকার সমতার কথা বলা হয়েছে।এই 3 প্রকার সমতা হলো :- Civic, Economic and Political.
* ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3 প্রকার Equality-র কথা লেখা আছে। এগুলি হলো – Caste, Opportunity and Status)।

19.ভারতীয় সংবিধানে “Fraternity” বা ভাতৃত্ববোধকে সুনিবিড় করতে নীচের কোনটিকে ব্যবহার করা হয়েছে?
(A) মৌলিক অধিকার
(B) ভোটদান ব্যবস্থা
(C) এক নাগরিকত্ব
(D) সংবিধান সংশোধনের অধিকার।

Ans- (C) এক নাগরিকত্ব
( এক নাগরিকত্ব বলতে বোঝায় আপনি যে রাজ্যেই বসবাস করেন আপনি ভারতীয়। যেমনঃ আপনি রাজস্থানে থাকলেও ভারতের নাগরিক, আপনি বিহারেও থাকলেও ভারতের নাগরিক)।

20.ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কতো নম্বর ধারায় সংশোধন করা যায়?
(A) 368 নং ধারায়
(B) 380 নং ধারায়
(C) 168 নং ধারায়
(D) 232 নং ধারায়

Ans- (A) 368 নং ধারায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.