ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK

61.লোক সভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
(A) 543 জন
(B) 552 জন
(C) 553 জন
(D) 545 জন

Ans- (B) 552 জন
( লোক সভার 552 জন সদস্যের মধ্যে 550 জন রাজ্য গুলির ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রতিনিধি হতে পারে। আর বাকি 2 জন সংবিধানের 331 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন “Anglo Indian Community”- থেকে)।

62.রাজ্যসভার সিট রাজ্যগুলির মধ্যে কিসের ভিত্তিতে বণ্টিত হয়?
(A) জন সংখ্যার ভিত্তিতে
(B) সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে
(C) স্বাক্ষরতার হারের ভিত্তিতে
(D) উপরের সবগুলিই

Ans- (A) জন সংখ্যার ভিত্তিতে

63.কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্য সভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন?
(A) 333 নং ধারা অনুযায়ী
(B) 251 নং ধারা অনুযায়ী
(C) 331 নং ধারা অনুযায়ী
(D) 80 নং ধারা অনুযায়ী

Ans- (D) 80 নং ধারা অনুযায়ী
( : রাজ্যসভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
* রাজ্যসভা একটি চিরন্তন সভা অর্থাৎ এটিকে বিলুপ্ত করা যায় না।
* প্রতি দ্বিতীয় বছরে রাজ্যসভার সদস্যদের 1/3 অংশ অবসর নেন।
* রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ 6 বছর)।

64.কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন?
(A) 368 নং ধারা অনুযায়ী
(B) 336 নং ধারা অনুযায়ী
(C) 331 নং ধারা অনুযায়ী
(D) 222 নং ধারা অনুযায়ী

Ans- (C) 331 নং ধারা অনুযায়ী
( রাষ্ট্রপতি যে 2 জন লোকসভায় মনোনীত করেন তারা নিয়োগ হয় Anglo Indian Community থেকে।
লোকসভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
* লোকসভার সাধারণ কার্যকাল 5 বছর।
* জাতীয় আপৎকালীন অবস্থান চলার সময় পার্লামেন্ট লোকসভার মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারে। কিন্তু বর্ধিত লোকসভার মেয়াদ এমার্জেন্সি উঠে যাওয়ার পর 6 মাসের বেশি থাকতে পারে না)।

65.কত নম্বর সংবিধান সংশোধনীতে ভোট দেবার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
(A) 65 নং সংশোধনীতে
(B) 61 নং সংশোধনীতে
(C) 58 নং সংশোধনীতে
(D) 62 নং সংশোধনীতে

Ans- (B) 61 নং সংশোধনীতে
( 1988 সালে 61 নং সংশোধনীতে ভোট দেবার বয়স 21 থেকে 18 বছর করা হয়)।

66.রাজ্যসভার সদস্য পদ পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নূন্যতম কত বছর বয়সের হতে হয়?
(A) 25 বছর
(B) 21 বছর
(C) 30 বছর
(D) 32 বছর

Ans- (C) 30 বছর

67.লোকসভার সদস্য পদ পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নূন্যতম কত বছর বয়সের হতে হয়?
(A) 25 বছর
(B) 30 বছর
(C) 18 বছর
(D) 21 বছর

Ans- (A) 25 বছর

68.রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্য হলে কত দিনের মধ্যে তাকে কোনো একটি সভার সদস্য পদ ত্যাগ করতে হয়?
(A) 30 দিনের মধ্যে
(B) 17 দিনের মধ্যে
(C) 14 দিনের মধ্যে
(D) 10 দিনের মধ্যে

Ans- (D) 10 দিনের মধ্যে
( এই 10 দিনের মধ্যে তিনি যদি কোনো পদ না ছাড়েন বা না জানান তাহলে Automatically তার রাজ্যসভার পদ খারিজ হয়ে যাবে, তখন তিনি থাকবেন লোকসভার সদস্য। কোনো ব্যক্তি একই সাথে রাজ্যসভা ও লোকসভার সদস্য পদে আসীন থাকতে পারবেন না)।

69.রাজ্যসভা ও লোকসভার সদস্যদের কার সামনে শপথ বাক্য পাঠ করতে হয়?
(A) স্পিকারের সামনে
(B) উপরাষ্ট্রপতির সামনে
(C) রাষ্ট্রপতির সামনে
(D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সামনে।

Ans- (C) রাষ্ট্রপতির সামনে

70.উপরাষ্ট্রপতি পার্লামেন্টের কোন সভার প্রধান?
(A) লোকসভার প্রধান
(B) রাজ্যসভার প্রধান
(C) বিধানসভার প্রধান
(D) শুধুমাত্র C

Ans- (B) রাজ্যসভার প্রধান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.