কেন্দ্রীয় শাসন বিভাগ – রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি

1.ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে?
(A) Part iii
(B) Part iv
(C) Part ii
(D) Part v

Ans-(D) Part v
(Part ii – Citizenship বা নাগরিকত্ব সম্পর্কে আলোচনা হয়েছে।
* Part iv -এ Directive Principal of State Policy সম্পর্কে বর্ণিত হয়েছে)।

2.স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(B) ডঃ জাকির হোসেন
(C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(D) কে.আর. নারায়ণ

Ans-(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ

3.স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
(A) ভি.ভি. গিরি
(B) ডঃ জাকির হোসেন
(C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(D) কে.আর. নারায়ণ

Ans-(C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(সর্বপল্লী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে National Teacher Day 5th September উৎযাপন করা হয়।
* মনে রাখবে International Teachers Day পালন করা হয় 5th October)।

4.কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয় নিন্মের কোনটি?
(A) অ্যাটর্নি জেনারেল
(B) রাষ্ট্রপতি
(C) প্রধান নির্বাচন কমিশনার
(D) উপরাষ্ট্রপতি

Ans-(C) প্রধান নির্বাচন কমিশনার

5.ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে?
(A) অ্যাটর্নি জেনারেল
(B) রাষ্ট্রপতি
(C) প্রধান নির্বাচন কমিশনার
(D) উপরাষ্ট্রপতি

Ans-(D) উপরাষ্ট্রপতি

6.রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন?
(A) 6 বছরের জন্য
(B) 5 বছরের জন্য
(C) 7 বছরের জন্য
(D) 10 বছরের জন্য

Ans-(B) 5 বছরের জন্য

7.রাষ্ট্রপতির পদপ্রার্থীর কমপক্ষে কত বয়স হতে হয়?
(A) 30 বছর
(B) 35 বছর
(C) 25 বছর
(D) 21 বছর

Ans-(B) 35 বছর

8.ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন সংক্রান্ত বিষয় সম্পর্কে বর্ণিত হয়েছে?
(A) 54 – 55 নং ধারায়
(B) 52 – 53 নং ধারায়
(C) 60 – 61 নং ধারায়
(D) 72 নং ধারায়

Ans-(A) 54 – 55 নং ধারায়
(রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে 52 – 53 নং ধারায়।আর রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে উল্লেখিত হয়েছে সংবিধানের 54 – 55 নং ধারায়
* রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন)।

9.সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতির কথা উল্লেখিত হয়েছে?
(A) 63 নং ধারায়
(B) 61 নং ধারায়
(C) 72 নং ধারায়
(D) None of the above

Ans- (B) 61 নং ধারায় (ইমপিচমেন্ট পদ্ধতিতে)।

10.ভারতের প্রথম দলিত সম্প্রদায়ের রাষ্ট্রপতির নাম কি?
(A) রামনাথ কোবিন্দ
(B) প্রণব মুখোপাধ্যায়
(C) কে.আর. নারায়ণ
(D) এ.পি.জে. আব্দুল কালাম

Ans-(C) কে.আর. নারায়ণ (1997 – 2002)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.